ক্রিকেটার ও আম্পায়ার, দুই ভূমিকায় আইপিএলের অংশ হতে যাচ্ছেন সেই যুব বিশ্বকাপে সর্বোচ্চ রান করা প্রতিভাবান ব্যাটসম্যান।
Published : 19 Mar 2025, 02:01 PM
দারুণ একটি ঘটনা এবারের আইপিএলে দেখা যেতেই পারে। ভিরাট কোহলি কিংবা রাভিন্দ্রা জাদেজার কোনো ম্যাচে আম্পায়ার থাকতে পারেন তান্মায় শ্রীবাস্তাব। পেশাদারিত্বের আবরণ ঠেলে সেখানে ভিড় জমাবে হয়তো সুখস্মৃতিরা। ভারতের হয়ে যুব বিশ্বকাপ জিতেছিলেন যে তারা একসঙ্গে!
২০০৮ যুব বিশ্বকাপে কোহলির নেতৃত্বে শিরোপা জয় করা সেই দলের সদস্য তান্মায় এখন আম্পায়ার। নতুন ভূমিকায় তার প্রত্যাবর্তন হচ্ছে আইপিএলে।
ক্রিকেটার ও আম্পায়ার, দুই ভূমিকায় আইপিএলের অংশ হওয়া প্রথম ব্যক্তি হতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই সাবেক ব্যাটসম্যান।
১৭ বছর আগে যুব বিশ্বকাপ জয়ে তান্মায় স্রেফ অংশ ছিলেন না, দলের বড় ভরসাদের একজন ছিলেন। ওই আসরে ৫২.৪০ গড়ে সর্বোচ্চ ২৬২ রান এসেছিল তার ব্যাট থেকেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ভারতের জয়ে সর্বোচ্চ রানও করেছিলেন তিনিই। সেই সময়ে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে কোহলি, শ্রিভাটস গোস্বামিদের পাশাপাশি জোরেসোরে উচ্চারিত হতো তার নামও।
তবে বয়সভিত্তিক ক্রিকেটের পর আর সেভাবে এগোতে পারেননি তান্মায়। আইপিএলে প্রথম দুই আসরে কিংস ইলেভেন পাঞ্জাবে খেললেও ভালো করতে পারেননি। পরে আর কখনও খেলার সুযোগ পাননি।
যুব বিশ্বকাপজয়ী দলের কোহলি ক্রিকেট ইতিহাসের সেরাদের একজন হয়েছেন, গ্রেট অলরাউন্ডার হয়ে উঠেছেন জাদেজা, ঘরোয়া ক্রিকেট মাতিয়ে জাতীয় দলে খেলেছেন মানিশ পান্ডে, সৌরাভ তিওয়ারি, সিদ্ধার্থ কৌলরা। তবে অপার সম্ভাবনা থাকলেও পরে ঝরে গেছেন তান্মায়, শ্রিভাটসের মতো অনেকে।
তান্মায় অবশ্য উত্তর প্রদেশের হয়ে খেলেছেন অনেক দিন। ৯০টি প্রথম শ্রেণির ম্যাচে ১০ সেঞ্চুরিতে ৫ হাজারের কাছাকাছি রান করেছেন ৩৪.৩৯ গড়ে। প্রত্যাশা পূরণ করতে না পেরে ২০২০ সালে অবসর নিয়েছেন ৩০ বছর বয়সেই।
এরপর আম্পায়ার হিসেবে শুরু করেছেন নতুন পথচলা। সেই পথই তাকে এখন পৌঁছে দিয়েছে আইপিএলের ঠিকানায়। সাবেক সতীর্থদের অনেকের সঙ্গেই এবার মাঠে তার পুনর্মিলনী হবে নতুন পরিচয়ে।