অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়েছেন সিলেট বিভাগের দিপা খাতুন।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় হারের হতাশার সঙ্গে শাস্তিও পেতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে দলটির খেলোয়াড়দের।
ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি রোববার এক বিবৃতিতে ক্যারিবিয়ানদের শাস্তির বিষয়টি জানায়।
ত্রিনিদাদে গত শুক্রবার হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে এক ওভার কম বল করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তাদের এই শাস্তি দেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।
অধিনায়ক নিকোলাস পুরান দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
ম্যাচটি ৬৮ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ভারত। সোমবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।