সাইড স্ট্রেইনের সমস্যায় ভুগছেন দক্ষিণ আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডার।
দিনজুড়ে ঝরল বৃষ্টি। অনেকটা সময় অপেক্ষার পরও শেষ পর্যন্ত মাঠে গড়াল না ম্যাচ। ভেস্তে গেল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে।
দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে বৃহস্পতিবার ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিকদের। কিন্তু প্রকৃতির বাগড়ায় টস করাও সম্ভব হয়নি।
প্রায় পৌনে চার ঘণ্টা অপেক্ষার পর স্থানীয় সময় বিকাল ৫টার আগে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
তাদের সবশেষ ওয়ানডেটিও ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। ২০১৯ বিশ্বকাপের ওই ম্যাচে অবশ্য ৭.৩ ওভার খেলা হয়েছিল।
টানা দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ওয়ানডেতে দুই দলের লড়াইয়ে নামার অপেক্ষা বাড়ল আরও। আগামী শনিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে তারা।