বোর্ডার-গাভাস্কার ট্রফি
ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতীয় ব্যাটিং গ্রেটকে।
Published : 26 Dec 2024, 08:02 PM
মেলবোর্ন টেস্টের প্রথম দিন যে কাণ্ড ঘটিয়েছেন ভিরাট কোহলি, তার শাস্তি অনুমিতই ছিল। স্যাম কনস্টাসকে ধাক্কা মারার দায়ে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতীয় ব্যাটিং গ্রেটকে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
বক্সিং ডে টেস্টে বৃহস্পতিবার ঘটে এই কাণ্ড। দিনের খেলা শেষে কোহলির শাস্তির ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
ম্যাচের দশম ওভার শেষে অভিষিক্ত কনস্টাসের সঙ্গে অশোভন আচরণ করেন কোহলি। টিভি রিপ্লেতে দেখা যায়, নিচের দিকে তাকিয়ে গ্লাভস ঠিক করতে করতে মাঝ ক্রিজের দিকে যাচ্ছিলেন কনস্টাস। ওই সময় নিজেদের জায়গা বদল করছিলেন কোহলি ও ভারতীয় ফিল্ডাররা। ক্রিজ থেকে অনেকটা দূরে ছিলেন কোহলি। কিন্তু নিজের জায়গা ছেড়ে কনস্টাসের দিকে হাঁটা দেন তিনি।
শেষ পর্যন্ত ধাক্কা লাগে দুইজনের। পরে হয় উত্তপ্ত বাক্য বিনিময়। কনস্টাসের ওপেনিং সঙ্গী উসমান খাওয়াজা ও আম্পায়ার মাইকেল গফ এসে তাদের থামিয়ে দেন।
কোহলির এমন কাজ আইসিসির আচরণবিধি লঙ্ঘন। তাই তাকে শাস্তি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
কোহলির বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাচের দুই আম্পায়ার জোয়েল উইলসন ও মাইকেল গফ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ ও চতুর্থ আম্পায়ার শন ক্রেইগ।
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন কোহলি। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচের প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩১১ রান করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ওপেনারদের মধ্যে অভিষেকে দ্রুততম (৫২ বলে) ফিফটি করা কনস্টাস করেন ৬০ রান।