মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার কারো।
Published : 25 Jan 2025, 03:16 PM
বছরজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটে-বলে চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন ওর্লা প্রেন্ডারগাস্ট। এই সংস্করণের বর্ষসেরা নারী দলে জায়গা করে নিয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার। আইসিসির এই একাদশে নেই অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার।
মেয়েদের টি-টোয়েন্টির ২০২৪ সালের সেরা দলে সর্বোচ্চ ৩ জন ক্রিকেটার ভারতের। দক্ষিণ আফ্রিকার রাখা হয়েছে দুইজন। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ডের আছেন একজন করে।
গত বছর দারুণ সব পারফরম্যান্স উপহার দিয়ে সবার নজর কাড়েন প্রেন্ডারগাস্ট। জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৮ বলে ৬৭ রান দিয়ে যার শুরু। এরপর আরও দুটি ফিফটি করেন তিনি।
দেশের হয়ে ১৮ টি-টোয়েন্টি খেলে ৩৬.২৬ গড়ে প্রেন্ডারগাস্টের রান ৫৪৪। পেস বোলিংয়ে ১২.৯০ গড়ে উইকেট নেন ২১টি। ক্যারিয়ার সেরা বোলিংয়ে এই সময়ে ২২ রানে ধরেন ৪ শিকার।
দলের অধিনায়ক দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। ১৯ টি-টোয়েন্টি খেলে ৩৯.৫৮ গড়ে ৬৭৩ রান করেন তিনি ২০২৪ সালে। এক সেঞ্চুরির সঙ্গে ফিফটি হাঁকান তিনটি।
ওপেনিংয়ে তার সঙ্গে ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। ২৩ টি-টোয়েন্টিতে ৪২.৩৮ গড় ও ১২৬.৫৩ স্ট্রাইক রেটে বছরের সর্বোচ্চ ৭৬৩ রান করেন তিনি। মেয়েদের টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে যা সর্বোচ্চ রানের রেকর্ড। কোনো সেঞ্চুরি না থাকলেও ফিফটি করেন ৮টি।
টপ অর্ডারের আরেকজন শ্রীলঙ্কা চামারি আতাপাত্তু। ২১ টি-টোয়েন্টি দুই সেঞ্চুরি ও ৫ ফিফটিতে বছরের দ্বিতীয় সর্বোচ্চ ৭২০ রান করেন তিনি। ব্যাটিং গড় ৪০, স্ট্রাইক রেট ১২৬.৭৬। অফ স্পিনে ওভারপ্রতি ৬.৩৬ রান দিয়ে নেন ২১ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস গত বছর ১৬ টি-টোয়েন্টি খেলে রান করেন ৫৩৮। ফিফটি পাঁচটি, ব্যাটিং গড় ৩৫.৮৬, স্ট্রাইক রেট ১২১.৯৯। অফ স্পিনে নেন ১৪ উইকেট।
১৬ টি-টোয়েন্টিতে ৪৭ গড়, ১৩৩.৮৬ স্ট্রাইক রেট ও ৩ ফিফটিতে ৪২৩ রান করা ন্যাট সিভার-ব্রান্টও আছেন দলে। পেস বোলিংয়ে ৭ উইকেট নেন তিনি গত বছর।
বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া নিউ জিল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যামেলিয়া কার ১৮ ম্যাচে ৩৮৭ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৯ উইকেট। দলের উইকেটরক্ষক ভারতের রিচা ঘোষ ২১ ম্যাচে দুই ফিফটিতে করেন ৩৬৫ রান।
দলের আরেক পেস বোলিং অলরাউন্ডার মারিজান ক্যাপ। ১৬ টি-টোয়েন্টিতে ৩৯৯ রান করার পাশাপাশি ১১ শিকার ধরেন তিনি গত বছর। ভারতের অফ স্পিনিং অলরাউন্ডার দীপ্তি শার্মা ২৩ ম্যাচে ১৫৫ রান করার পাশাপাশি বল হাতে নেন ৩০ উইকেট।
একাদশের একমাত্র বিশেষজ্ঞ বোলার পাকিস্তানের সাদিয়া ইকবাল। পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার গত বছর ১৯ টি-টোয়েন্টিতে ১৪.৩০ গড়ে ৩০ উইকেট নেন।
আইসিসি বর্ষসেরা নারী টি-টোয়েন্টি একাদশ: লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা) (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (ভারত), চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা), হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), ন্যাট সিভার-ব্রান্ট (ইংল্যান্ড), অ্যামেলিয়া কার (নিউ জিল্যান্ড), রিচা ঘোষ (উইকেটরক্ষক), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), ওর্লা প্রেন্ডারগাস্ট (আয়ারল্যান্ড), দীপ্তি শার্মা (ভারত), সাদিয়া ইকবাল (পাকিস্তান)