চ্যাম্পিয়ন্স ট্রফি
কারণ এই রহস্য স্পিনারই বল হাতে বড় পার্থক্য গড়ে দিয়েছেন বলে মনে করেন রাভিচান্দ্রান অশ্বিন।
Published : 10 Mar 2025, 08:51 PM
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিকে সুযোগ না পাওয়া ভারুন চক্রবর্তীই পরে ভারতের শিরোপা জয়ে রাখেন বড় ভূমিকা। রাভিচান্দ্রান অশ্বিনের মতে, লড়াইয়ে আসল পার্থক্যটা এই রহস্য স্পিনারই গড়ে দিয়েছেন। তাই টুর্নামেন্ট সেরার পুরস্কার ভারুনের প্রাপ্য ছিল বলে মনে করেন তিনি।
আগের দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর ফাইনালেও দারুণ বোলিং করেন ভারুন। দুবাইয়ে রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে শিরোপা লড়াইয়ে ১০ ওভারে ৪৫ রান খরচায় ২ উইকেট নেন তিনি।
প্রতিপক্ষ যখন পঞ্চাশ ছাড়ানো উদ্বোধনী জুটিতে বড় ইনিংসের সম্ভাবনায়, তখনই দলকে প্রথম সাফল্য এনে দেন ভারুন; ইনিংসের অষ্টম ও নিজের দ্বিতীয় ওভারে উইল ইয়াংকে এলবিডব্লিউ করে দেন তিনি। এরপর নিজের নবম ওভারে চমৎকার এক ডেলিভারিতে বোল্ড করেন বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ফিলিপসকে।
ভারুন ও অন্যদের দুর্দান্ত বোলিংয়ে নিউ জিল্যান্ডকে ২৫১ রান আটকে দেয় ভারত। পরে ৪ উইকেট ও ৬ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড তৃতীয় শিরোপা ঘরে তোলে তারা।
আসরে ভারুন প্রথম খেলার সুযোগ পান কিউইদের বিপক্ষেই। গ্রুপ পর্বের ওই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের স্বাদ পান তিনি। সেদিন তার বোলিং বিশ্লেষণ ছিল, ১০-০-৪২-৫।
এরপর সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও আলো ছড়ান ভারুন। শেষ চারের লড়াইয়ে ৪৯ রানে ২ উইকেট নেন তিনি।
তিন ম্যাচে মোট ৯টি শিকার ধরেন ভারুন। টুর্নামেন্টে তার চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন কেবল একজন, নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি। চোটের কারণে ফাইনালে খেলতে না পারা এই পেসার ৪ ম্যাচে নেন ১০ উইকেট।
তবে সবাইকে ছাপিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন রাচিন রাভিন্দ্রা। চার ম্যাচ খেলে আসরের সর্বোচ্চ ২৬৩ রান করেন তিনি। ৬৫.৭৫ গড়ের পাশে তার স্ট্রাইক রেট ১০৬.৪৭। বল হাতে ওভারপ্রতি স্রেফ ৪.৬৬ রান দিয়ে তিনটি উইকেটও নেন।
তবে পুরস্কারটা ভারুনেরই প্রাপ্য ছিল বলে মনে করেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় স্পিনার বলেন, টুর্নামেন্টে চমক নিয়ে আসা ভারুন বড় পার্থক্য গড়ে দিয়েছে।
“টুন্যামেন্টে যে সব পারফরম্যান্স হয়েছে, তাতে আমার দৃষ্টিতে টুর্নামেন্ট সেরা ভারুন চক্রবর্তী। সে পুরো আসরে খেলেনি। তবে সে-ই বড় পার্থক্য গড়ে দিয়েছে। ভারুন না থাকলে এই ম্যাচে (ফাইনালে) ভিন্ন কিছু হতে পারতো। সে ছিল ‘এক্স-ফ্যাক্টর’ ও চমক জাগিয়েছে। আমি বিচারক হলে পুরস্কারটি ভারুনকে দিতাম। সে সবচেয়ে বড় পার্থক্য ছিল।”
“গ্লেন ফিলিপসকে সে যেভাবে আউট করেছে, একবার সেটা দেখুন। সে (ফিলিপস) স্টাম্প আড়াল করেনি, তাই ভারুন স্টাম্পের দূর থেকে গুগলি করেছে। আমার মতে, টুর্নামেন্ট সেরার পুরস্কারটা তার পাওয়া উচিত ছিল। পুরস্কারটি এমন একজনকে দেওয়া উচিত, যে ব্যবধান গড়ে দিয়েছে। ভারুনেরই এটা প্রাপ্য।”