টানা ছয়টি টেস্ট খেলা পেসার গাস অ্যাটকিনসনকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড।
Published : 09 Sep 2024, 07:18 PM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেকের পর থেকে এই সংস্করণে ইংল্যান্ডের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন গাস অ্যাটকিনসন। খেলেছেন টানা ছয়টি টেস্ট। এই পেসারকে এবার বিশ্রাম দিয়েছে ইংলিশরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে অ্যাটকিনসনকে পাবে না ইংল্যান্ড। তার বদলি হিসেবে দলে যোগ করা হয়েছে আরেক পেসার অলি স্টোনকে।
শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার ওভাল টেস্টে ৮ উইকেটে হারে ইংল্যান্ড। ম্যাচটি শেষে আসে অ্যাটকিনসনকে বিশ্রাম দেওয়ার খবর। লঙ্কানদের বিপক্ষে এই লড়াইয়ে নিজেকে মেলে ধরতে পারেননি এই পেসার। দুই ইনিংস মিলিয়ে নিতে পারেন কেবল এক উইকেট।
ইংল্যান্ড কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে অভিষেক হয় অ্যাটকিনসনের। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই ম্যাচে আগুনে বোলিংয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। দুই ইনিংসেই পান পাঁচ উইকেটের স্বাদ। ম্যাচে নেন মোট ১২ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের দুই টেস্টে তার শিকার আরও ১০ উইকেট। তিন ম্যাচের সিরিজে মোট ২২ উইকেট নেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষেও তিনটি টেস্টই খেলেন অ্যাটকিনসন। সিরিজে নেন ১২ উইকেট, যেখানে লর্ডসে ইনিংসে ধরেন পাঁচ শিকার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে অ্যাটকিনসনকে রেখেছিল ইংল্যান্ড। কিন্তু টানা খেলার ধকল কাটিয়ে উঠতে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে দেওয়া হলো বিশ্রাম।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট খেলা স্টোনকে ডাকা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। সদ্য শেষ হওয়া সিরিজে ৭ উইকেট নেন তিনি।
গত বছরের জানুয়ারিতে ইংল্যান্ডের হয়ে সবশেষ ওয়ানডে খেলেন স্টোন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এখন পর্যন্ত ৮ ওয়ানডে খেলে তার শিকার ৮ উইকেট।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডে খেলবে ইংল্যান্ড। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর। ওয়ানডেগুলো মাঠে গড়াবে ১৯, ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর।