ভারতীয় ক্রিকেট
দলের সেরা বোলারকে শিগগিরই পাওয়ার আশায় আছেন মুম্বাই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জায়াওয়ার্দেনে।
Published : 19 Mar 2025, 10:46 PM
‘সে কেবলই উন্নতি শুরু করেছে’ সংবাদ সম্মেলনে চোটাক্রান্ত জাসপ্রিত বুমরাহকে নিয়ে বললেন মাহেলা জায়াওয়ার্দেনে। আইপিএলের শুরুতে অভিজ্ঞ এই পেসারকে না পাওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন মুম্বাই ইন্ডিয়ান্স কোচ। তবে শিগগিরই দলের সেরা বোলারকে পাওয়া আশা তার।
পিঠের নিচের অংশের চোট নিয়ে জানুয়ারি থেকে ভুগছেন বুমরাহ। আইপিএলের শুরুতে তার খেলা নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। জায়াওয়ার্দেনের বুধবারের সংবাদ সম্মেলনে নিশ্চিত হয়ে গেল সেটাও।
বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসনে থাকা বুমরাহর মাঠে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ অবশ্য জানাতে পারেননি তিনি।
“বুমরাহ কেবলই তার উন্নতি শুরু করেছে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে তাদের (বিসিসিআই) মেডিকেল টিম তার সম্পর্কে কী মত দেয়।”
“এই মুহূর্তে সবকিছু ঠিকঠাক চলছে। তবে, এটা প্রতিদিনের ভিত্তিতে। সে ভালো স্পিরিটে আছে। তাকে না পাওয়াটা একটা চ্যালেঞ্জ। সে বিশ্বের অন্যতম সেরা বোলার এবং অনেক বছর ধরেই আমাদের দারুণ একজন পেশাদার ক্রিকেটার।”
আগামী ২২ মার্চ পর্দা উঠবে এবারের আইপিএলের। কদিন আগে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়, বিসিসিআই মেডিকেল দলের সবুজ সংকেত পেলে এপ্রিলের শুরুতে মুম্বাই দলের সঙ্গে যোগ দিতে পারেন বুমরাহ। মার্চে তিনটি ম্যাচ রয়েছে মুম্বাইয়ের।
গত জানুয়ারি থেকে মাঠের বাইরে আছেন বুমরাহ। অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে পিঠের চোটের কারণে মাঠ ছেড়ে যাওয়ার পর আর কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে ছাড়াই রেকর্ড তৃতীয় শিরোপা জিতেছে ভারত।
২০১৩ সালে মুম্বাইয়ের হয়ে আইপিএলে অভিষেকের পর থেকে দলটির হয়েই খেলছেন বুমরাহ। এখন পর্যন্ত ১৩৩ ম্যাচ ১৬৫ উইকেট নিয়েছেন তিনি। ২০২৩ সালের পিঠে অস্ত্রোপচার হওয়ায় কেবল ওই মৌসুমে দলটির জার্সিতে খেলতে পারেননি অভিজ্ঞ পেসার।
প্রতিপক্ষের মাঠে এবারের আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে মুম্বাই। পাঁচবারের চ্যাম্পিয়নদের আসরে পথচলা শুরু হবে আগামী ২৩ মার্চ, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২৯ মার্চ আহমেদাবাদে মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। দুই দিন পর ওয়াংখেড়েতে তাদের লড়াই শিরোপাধারী কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।