অস্ট্রেলিয়ানরা মোটা অঙ্কের পারিশ্রমিক পেলে ভারতের ক্রিকেটাররা কেন পাবেন না, প্রশ্ন সুরেশ রায়নার।
Published : 20 Nov 2024, 10:46 PM
আইপিএলের নিলামে বিদেশি ক্রিকেটারদের নিয়ে ঝড় উঠতে দেখা যায় নিয়মিতই। ভারতের ক্রিকেটারদের ক্ষেত্রে তা কেন হবে না, প্রশ্ন তুলেছেন সুরেশ রায়না। সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও চেন্নাই সুপার কিংসের চারবারের আইপিএল জয়ী এই ক্রিকেটারের মতে, আসছে মেগা নিলামে ২৫ থেকে ৩০ কোটি রুপি প্রাপ্য রিশাভ পান্তের।
মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর গত আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেন পান্ত। বিধ্বংসী এই কিপার-ব্যাটসম্যানকে এবার ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। পারফরম্যান্স দিয়ে মাঠের ভেতরে ও বাইরে যে প্রভাব তিনি তৈরি করেছেন, নিলামে অনেকেরই আগ্রহের কেন্দ্রে থাকবেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
গত আইপিএলের নিলামে আলোড়ন তোলেন দুই অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। সাড়ে ২০ কোটি রুপিতে কামিন্সকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। একটু পরই স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাউডার্স। আইপিএল ইতিহাসে নিলামে সবচেয়ে বেশি মূল্যে কোনো খেলোয়াড়কে কেনার রেকর্ড এটি।
ওই উদাহরণ টেনেই ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র সঙ্গে আলাপে রায়না বললেন, ভারতের ক্রিকেটারদেরও মোটা অঙ্কের পারিশ্রমিক পাওয়া উচিত।
“এটিকে সুযোগ হিসেবে দেখা উচিত আমাদের। যদি অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের দেখেন, তারা পারিশ্রমিক পাচ্ছে (মোটা অঙ্কের)। তাহলে আমাদের খেলোয়াড়রা কেন পাবে না? সে (পান্ত) একজন অধিনায়ক, অসাধারণ খেলোয়াড় এবং অসাধারণ উইকেটকিপার। যদি তার ব্র্যান্ড ভ্যালু দেখেন, সে এনডোর্সমেন্টের জন্য ভালো একজন... তাই তারও ২৫, ৩০ কোটি রুপি পাওয়া উচিত, যা তার প্রাপ্য।”
‘জিওসিনেমা’র সঙ্গে আলাপচারিতায় আরেক সাবেক ভারতীয় ব্যাটসম্যান রবিন উথাপা বলেন, পান্ত মোটা অঙ্কের পারিশ্রমিক পাবেন বলেই বিশ্বাস তার।
“আমার মনে হচ্ছে, রিশাভ পান্ত ২৫ থেকে ২৮ কোটির কাছাকাছি পাবে। সে অবশ্যই মোটা অঙ্কের অর্থ পাবে এবং এই নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবে।”
ভারত-অস্ট্রেলিয়ার পার্থ টেস্টের মাঝে আগামী রোববার ও সোমবার সৌদি আরবের রিয়াদে হবে ২০২৫ আইপিএলের নিলাম।