ওয়ানডে দলে সুযোগ পাওয়ার পরদিনই বাদ শামীম

শুরুতে ঘোষিত প্রথম দুই ওয়ানডের স্কোয়াড অপরিবর্তিত রাখা হয়েছে শেষ ওয়ানডের জন্যও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2023, 04:27 PM
Updated : 3 March 2023, 04:27 PM

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগের সন্ধ্যায় দলে ডাক পাওয়া শামীম হোসেন আবার দলের বাইরে চলে গেলেন পরদিনই। তৃতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়নি এই ব্যাটসম্যানকে। 

দ্বিতীয় ওয়ানডের পর শুক্রবার রাতে ঘোষণা করা হয় শেষ ওয়ানডের স্কোয়াড। সেখানে শুরুতে ঘোষিত স্কোয়াড অপরিবর্তিত রাখা হয়। পরে যোগ হওয়া শামীমকে এখানে রাখা হয়নি। ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানকে অবশ্য রাখা হয়েছিল মূলত মুশফিকুর রহিমের চোটের কারণে ‘কাভার’ হিসেবে। 

মুশফিক শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডে খেলেন এবং কিপিংও করেন।

মিরপুরে প্রথম দুই ম্যাচই হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। দেশের মাঠে তারা ওয়ানডে সিরিজ হারল প্রায় ৭ বছর ও টানা ৭ সিরিজ শেষে। 

চট্টগ্রামে বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই সোমবার। দুই দলই চট্টগ্রামে যাবে শনিবার। 

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়, শামীম হোসেন।