মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
Published : 24 Jan 2024, 08:36 PM
বল হাতে আলো ছড়ালেন নিশিতা আক্তার ও রাবেয়া খান। তাদের চমৎকার বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলকে একশর আগেই থামিয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারীরা। পরে ব্যাটারদের নৈপুণ্যে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল স্বাগতিক দল।
কক্সবাজারে বুধবার মেয়েদের বয়সভিত্তিক পর্যায়ের ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের জয় ৫ উইকেটে। শ্রীলঙ্কাকে ৯৫ রানে থামিয়ে ৯ বল আগে জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা।
লঙ্কানদের অল্পতে আটকে রাখতে নিশিতা ও রাবেয়া নেন তিনটি করে উইকেট; নিশিতা ১৯ রান ও রাবেয়া ১৩ রান দিয়ে। একটি শিকার ধরেন হাবিবা ইসলাম।
টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কাকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে তুলে নেয় উইকেট, প্রথম ওভার থেকে যার শুরু।
বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেননি লঙ্কানদের কেউ। দলটির হয়ে সর্বোচ্চ ২১ রান করেন রাশ্মি নেত্রাঞ্জলি। দুই অঙ্কে যেতে পারেন আর কেবল দুইজন।
রান তাড়ায় বাংলাদেশও শুরুতে কিছুটা বিপাকে পড়ে যায়। ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর ৩৯ রানের জুটিতে দলকে জয়ের দিকে এগিয়ে নেন ইভা ও আফিয়া।
২ চারে ২৭ রান করে ইভা ফিরলেও দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন আফিয়া। ৩ চারে তিনি করেন অপরাজিত ২৭ রান।
টি-টোয়েন্টি সংস্করণের এই সিরিজে অংশ নেওয়া আরেক দল পাকিস্তান। তাদের বিপক্ষে আগামী শনিবার খেলবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, বৃহস্পতিবার।