ভারতীয় ক্রিকেট
ভারতের প্রথম শ্রেণির টুর্নামেন্ট রাঞ্জি ট্রফিতে সবশেষ ২০১৫ সালে খেলেছিলেন দেশটির তারকা ওপেনার।
Published : 18 Jan 2025, 06:53 PM
ঘরোয়া ক্রিকেটে ভারতের তারকা ক্রিকেটারদের ফেরার আলোচনা চলছে কিছু দিন ধরে। এর মাঝেই রোহিত শার্মা নিশ্চিত করেছেন রাঞ্জি ট্রফিতে তার অংশগ্রহণের বিষয়টি। জাম্মু ও কাশ্মির ম্যাচ দিয়ে প্রায় এক দশক পর এই প্রতিযোগিতায় খেলার ঘোষণা দিয়েছেন ভারত অধিনায়ক।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার শুরু জাম্মু ও কাশ্মীরের বিপক্ষে মুম্বাইয়ের লড়াই। এটি হবে ২০১৫ সালের নভেম্বরের পর রাঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের ক্রিকেটার রোহিতের প্রথম ম্যাচ।
মুম্বাইয়ে শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সংবাদ সম্মেলনে ছিলেন রোহিত। সেখানে তাকে ঘরোয়া ক্রিকেটে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। তারকা ওপেনার উত্তরে বলেন, “হ্যাঁ, আমি খেলব।”
টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সে মোটেও ভালো নয়। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়ার পর অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে হারে তারা। দুই সিরিজেই দলটির হারের মূল কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা।
এই দুই সিরিজে রোহিতের ব্যক্তিগত পারফরম্যান্সও যাচ্ছেতাই। বিশেষ করে টেস্টে তো নিজেকে মেলেই ধরতে পারছেন না তিনি। সবশেষ ১৫ ইনিংসে কেবল একবার ফিফটি স্পর্শ করতে পেরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। বাকি ইনিংসগুলোয় একবারও করতে পারেননি ২৩ এর বেশি রান। ফর্মহীনতায় অস্ট্রেলিয়া সিরিজের সবশেষ টেস্ট থেকে তো নিজেই সরে দাঁড়ান রোহিত।
টানা দুই সিরিজে হারের পর থেকে তারকা ব্যাটসম্যানদের ঘরোয়া ক্রিকেটে অনীহা নিয়ে চর্চা চলছে ভারতীয় ক্রিকেট। সাবেক অনেক ক্রিকেটার, বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন সিনিয়র ক্রিকেটারদের মনোভাব ও নিবেদন নিয়ে। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে নির্দেশনাও এসেছে, সবাইকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।
বোর্ডের নির্দেশ অনুযায়ী তাই ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার নতুন করে শুরু করতে যাচ্ছেন রোহিত। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাল বলের ম্যাচ খেলা কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়েও হচ্ছে আলোচনা। রোহিত বললেন, মানিয়ে নিতে সমস্যা নেই তার।
“এটা আমার জন্য নতুন কিছু নয়। সংস্করণ পরিবর্তনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি, কারণ এটা প্রথম ঘটছে না। অনেক দিন ধরেই চলছে, কারণ কেউ তিন সংস্করণে খেললে তাকে সব সংস্করণের সঙ্গেই মানিয়ে নিতে হবে। মাঝেমধ্যে হয়তো লাল বলের (প্রতিযোগিতা) জন্য প্রস্তুতি নেওয়ার পর হঠাৎ টি-টোয়েন্টি সংস্করণ খেলতে হচ্ছে। এটা নতুন কিছু নেই।”
রোহিত এরই মধ্যে মুম্বাই দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন। জাম্মু ও কাশ্মির ম্যাচ শুরুর আগ পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবেন তিনি। আগামী সোমবার ম্যাচটির জন্য দল ঘোষণা করবে মুম্বাই।
শুধু রোহিত নয়, ভারতের নিয়মিত টেস্ট ক্রিকেটারদের মধ্যে রিশাভ পান্ত, রাভিন্দ্রা জাদেজা ও শুবমানও গিল নিশ্চিত করেছেন রাঞ্জি ট্রফির এই রাউন্ডে খেলার কথা।
রাঞ্জিতে দেশটির ব্যাটিং গ্রেট ভিরাট কোহলির খেলা নিয়েও চলছিল আলোচনা। কিন্তু এখনই ঘরোয়া ক্রিকেটে ফেরা হচ্ছে না তার। সিডনি টেস্টের পর থেকে ঘাড়ের ব্যথায় ভুগছেন তিনি। ভারতীয় বোর্ডের মেডিকেল বিভাগকে কোহলি জানিয়েছেন, সমস্যা থেকে মুক্তি পাননি এখনও।