নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফারজানার ৮ রানের আক্ষেপ

ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের প্রথম সেঞ্চুরি করেছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা৷

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2023, 01:43 PM
Updated : 25 May 2023, 01:43 PM

সেঞ্চুরি ছুঁতে তখন ৩ বলে প্রয়োজন ৯ রান। জোড়া চারে সেই পথে এগিয়ে গেলেন নিগার সুলতানা। শেষ বলে সুইপ শটে এক রানে পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। দুর্দান্ত ব্যাটিংয়ে আগ্রাসী সেঞ্চুরির পর অবশ্য সাদামাটাভাবেই সারলেন উদযাপন। 

ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের উদ্বোধনী দিনেই রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদের হয়ে সেঞ্চুরি উপহার দিলেন নিগার। ৭৬ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। সেঞ্চুরির হাতছানি থাকলেও একটুর জন্য পারেননি তার সতীর্থ ফারজানা হক। অভিজ্ঞ ব্যাটার অপরাজিত রয়ে যান ৯২ রানে।  

এছাড়া প্রথম দিন পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন শারমিন আক্তার, আয়েশা রহমান, লেকি চাকমা, রুবাইয়া হায়দার ও সুমাইয়া আক্তার।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বৃহস্পতিবার গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ১৪৮ রানে জিতেছে নিগার-ফারজানাদের রুপালি ব্যাংক। ২৮৭ রানের লক্ষ্যে পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে ১৩৮ রান করে গুলশান।

টস জিতে ব্যাটিংয়ে নামা রুপালিকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাথি রানি ও ফারজানা আক্তার। তবে পঞ্চাশের আগেই থামেন দুজন।

৭ চারে ৩৫ বলে ৩৯ রান করেন সাথি। ফারজানার ৮২ বলে ৪৪ রানের ইনিংসে ছিল ৩ চার।

২৬ ওভার শেষে ব্যাটিংয়ে নামেন নিগার। এরপর শুরু থেকেই সাবলিল ব্যাটিংয়ে দলের রান বাড়ান তিনি। ৪৪ বলে ফিফটি ছুঁয়ে পরের পঞ্চাশ করতে খেলেন স্রেফ ৩২ বল। তার ইনিংসে চার ১২টি।

শেষ ওভারে সেঞ্চুরির জন্য ফারজানারও প্রয়োজন ছিল ৯ রান৷ দ্বিতীয় বলে স্ট্রাইক পান তিনি৷ এক বল ডট দিয়ে পরেরটি সিঙ্গেল নেন। আর স্ট্রাইক পাননি। বাকি তিন বলে সেঞ্চুরিতে পৌঁছে যান নিগার।

১০৭ বলের ইনিংসে ৭ চারের সঙ্গে ম্যাচের একমাত্র ছক্কাটি মারেন ফারজানা৷ নিগারের সঙ্গে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ১৪৪ বলে ১৭১ রান যোগ করেন তিনি৷

রান তাড়ায় গুলশানের হয়ে ৫৮ রান করেন লেকি৷ ১২৯ বলের ইনিংসে ৩টি চার মারেন তিনি। এছাড়া অধিনায়ক শারমিন সুলতানা খেলেন ৪০ রানের ইনিংস৷

রুপালি ব্যাংকের পক্ষে ২টি করে উইকেট নেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার, আশরাফি ইয়াসমিন ও শরিফা খাতুন।

সংক্ষিপ্ত স্কোর:

রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ: ৫০ ওভারে ২৮৬/২ (সাথি ৩৯, ফারজানা আক্তার ৪২, ফারজানা হক ৯২*, নিগার ১০০*; লেকি ১০-০-৬০-০, ফুয়ারা ১০-১-৩৯-০, রিয়া ৭-০-৫০-১, ঝুমুর ৯-০-৪৭-০, রুপা ১০-০-৫৬-১, শিরিন ২-০-১৫-০, মুর্শিদা ১-০-১২-০, তাহিন ১-০-৭-০)।

গুলশান ইয়ুথ ক্লাব: ৫০ ওভারে ১৩৮/৮ (মিশু ১, শারমিন ৪০, নিপা ১, তাহিন ২, লেকি ৫৮, রিয়া ০, মুর্শিদা ৯, শিরিন ১১*, ঝুমুর ৫, ফুয়ারা ২*; রিতু ১০-২-২১-০, নাহিদা ৮-৩-২০-২, আশরাফি ৬-০-২৮-২, দিপা ৭-২-১৮-১, সাথিরা ৮-০-১৭-০, মুক্তা ৬-০-১৭-০, শরিফা ৬-০-১৪-২)

ফল: রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ ১৪৮ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা

শারমিন-আয়েশার ফিফটিতে মোহামেডানের জয়

বিকেএসপির তিন নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রকে ৩২ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২৩৪ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ১৪২ রানে আটকে রাখে তারা।

১০৬ বলে ৭৩ রান করেন মোহামেডানের ওপেনার শারমিন৷ ৭ চারের সঙ্গে ১টি ছয় মারেন তিনি৷ তিন নম্বরে নামা অভিজ্ঞ আয়েশার ব্যাট থেকে আসে ৫৪ রান৷

দুই অভিজ্ঞ তারকা রুমানা আহমেদ ২৪ বলে ২৫ ও সালমা খাতুন ২৭ বলে ৩৩* রান করেন।

রান তাড়ায় কলাবাগানের অধিনায়ক রুবাইয়া হায়দার ৮ চারে ১০৪ বলে খেলেন ৬৬ রানের ইনিংস।

পরে প্রাথ্যুশা কুমারি ৩২ ও জান্নাত অর্থি ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ের খানিকটা আশা জাগালেও শেষ পর্যন্ত পারেনি কলাবাগান।

ব্যাট হাতে ফিফটি করা আয়েশা বোলিংয়েও নেন ২ উইকেট৷ সালমাও ধরেন ২ শিকার।

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৩৪/৮ (জেসিয়া ৪, শারমিন ৭৩, আয়েশা ৫৪, সোবহানা ১২, রুমানা ২৫, সানজিদা ৫, সালমা ৩৩*, ফারজানা ২, ইসমত ৫, সুরাইয়া ৭; ফারিহা ১০-০-৫৬-৩, মেহেরুন ১০-১-২৯-০, কুলসুমা ৭-০-৪০-২, মুমতা হেনা ১০-০-৫৬-১, লাখি ১০-০-২৭-২, আফিয়া ৩-০-২২-০)

কলাবাগান ক্রীড়া চক্র: ৫০ ওভারে ২০২/৬ (রুবাইয়া ৬৬, আফিয়া ১৬, প্রাথ্যুশা ৩২, জিন্নাত ১, জুয়াইরিয়া ১, জান্নাত ২৮*, লাখি ২০, মুমতা হেনা ১১*; সুরাইয়া ৪-০-১৯-০, সোবহানা ৩-০-১৪-০, সালমা ১০-১-২৯-২, খাদিজাতুল ১০-২-২৪-১, ইসমত ৩-০-২২-০, রুমানা ১০-০-৫১-০, আয়েশা ১০-০-৩৭-২)

ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩২ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: শারমিন আক্তার

সুমাইয়ার ৬৫ রানে জিতল বিকেএসপি

বিকেএসপির এক নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে ৬৬ রানে জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ২০৯ রানের লক্ষ্যে ৯ উইকেটে ১৪২ রান করে সিটি ক্লাব।

টস জিতে ব্যাটিংয়ে নামা দলকে শুরুতে এগিয়ে নেন সুমাইয়া আক্তার ও উন্নতি খাতুন। ১০৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন সুমাইয়া। উন্নতি করেন ৩৫ রান।

শেষ দিকে ২৮ বলে ৩২ রানের ইনিংসে দলকে দুইশ পার করান মারুফা আক্তার।

রান তাড়ায় শুরুতেই আহত হয়ে মাঠ ছাড়েন সিটি ক্লাবের পিংকি আক্তার। আরেক ওপেনার তমালিকা সুমনা ফেরেন অল্পে।

তিন নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ফাতেমা তুজ জোহরা। সাবিকুন নাহারের ব্যাট থেকে আসে ৩৩ রান।

ফাহমিদা ছোঁয়া নেন ৩ উইকেট। ফারজানা আক্তার ও নিশিতা আক্তারের শিকার ২টি করে। 

সংক্ষিপ্ত স্কোর: 

বিকেএসপি: ৫০ ওভারে ২০৮/৬ (ইভা ২২, ফাহমিদা ৯, উন্নতি ৩৫, সুমাইয়া ৬৫, রাবেয়া ১৫, মারুফা ৩২*, মিষ্টি ০, সাদিয়া ১০*; দিশা ১০-০-৪৬-২, জান্নাতুল ফেরদৌসি ৪-০-১৯-০, সুমা ১০-২-৩৬-১, রুপা ১০-০-২৯-২, জান্নাতুল ফেরদৌস ৮-০-৩১-০, আফসানা ২-০-১১-০, কামরুন ৬-০-৩১-০) 

সিটি ক্লাব: ৫০ ওভারে ১৪২/৯ (তমালিকা ৯, পিংকি ১ আহত অবসর, ফাতেমা ৪৩, সাবিকুন ৩৩, জান্নাতুল ফেরদৌস ১৬, দিশা ১, কামরুন ৯, আফসানা ২, সুমা ৫, রুপা ৮, জান্নাতুল ফেরদৌসি ২*; মারুফা ৮-০-২৮-১, নিশিতা ১০-০-২৬-২, ফাহমিদা ১০-১-২৬-৩, রাবেয়া ১০-১-২২-১, সুবর্ণা ৭-০-২৪-০, ফারজানা ৫-১-১৫-২) 

ফল: বিকেএসপি ৬৬ রানে জয়ী। 

প্লেয়ার অব দা ম্যাচ: সুমাইয়া আক্তার।