শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে একটি পরিবর্তন করেছে ইংল্যান্ড।
Published : 27 Aug 2024, 08:23 PM
মার্ক উডের চোটে কপাল খুলল ওলি স্টোনের। তিন বছরের বেশি সময় পর টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন ৩০ বছর বয়সী ফাস্ট বোলার।
লর্ডসে বৃহস্পতিবার শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট। ম্যাচের দুই দিন আগে নিজেদের একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা।
পরিবর্তন ওই একটিই। প্রথম টেস্টে ঊরুতে চোট পাওয়া উডের জায়গায় খেলবেন স্টোন। এছাড়া ৫ উইকেটে জেতা ম্যাচের একাদশে থাকা বাকিরা জায়গা ধরে রেখেছেন।
২০১৯ সালে লর্ডসে টেস্ট অভিষেক হয় স্টোনের৷ কিন্তু চোটের ধাক্কায় এখন পর্যন্ত সাদা পোশাকে ৩টির বেশি ম্যাচ খেলা হয়নি তার। ২০২১ সালের জুনে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনি খেলেন সবশেষ টেস্ট।
উডের চোটে স্কোয়াডে সুযোগ পেয়ে স্টোন বলেছিলেন, উডের গতির রেকর্ড ছুঁতে চান তিনি। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উডের একটি ডেলিভারির গতি ছিল ১৫৬ কি.মি.। ইংল্যান্ডের আশা, লর্ডসে ছোট ছোট স্পেলে গতির ঝড় তুলবেন স্টোন।
দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, ওলি স্টোন, শোয়েব বাশির।