দুঃসময়ের প্রহর পেরিয়ে রোহিতের ৩২তম ওয়ানডে সেঞ্চুরি দেখে মুগ্ধ সুরেশ রায়না করলেন ভারত অধিনায়কের আরেকটি সেঞ্চুরির ভবিষ্যদ্বাণী।
Published : 10 Feb 2025, 05:54 PM
দীর্ঘদিন রান পাচ্ছিলেন না রোহিত শার্মা। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছিলেন। দুঃসময়ের প্রহর পেরিয়ে অবশেষে বড় ইনিংসের দেখা পেয়েছেন তিনি, করেছেন ৩২তম ওয়ানডে সেঞ্চুরি। ইনিংসটি দেখে মুগ্ধ তার সাবেক সতীর্থ সুরেশ রায়না। সাবেক এই ভারতীয় ব্যাটসম্যানের বিশ্বাস, খুব শিগগিরই আরেকটি সেঞ্চুরি করবেন রোহিত।
টানা তিনটি টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থতার পর রাঞ্জি ট্রফিতে ফিরেও ভালো করতে পারেননি রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও তিনি আউট হয়ে যান অল্প রানে। তবে রোববার কটকে দ্বিতীয় ওয়ানডেতে ৩০৫ রানের লক্ষ্য তাড়ায় তিনি খেলেন ৯০ বলে ১১৯ রানের ম্যাচ-জয়ী ইনিংস। ৭ ছক্কা ও ১২ চারে গড়া তার ইনিংসটি।
এদিন দারুণ সব শটের পসরা মেলে ধরেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। স্টার স্পোর্টসে আলাপে রায়না বললেন, তার চোখে লেগে আছে একটি শট।
“ওই ৬৯ মিটার ছক্কা, প্রথম শট- এটার একটু ধারাভাষ্য দেওয়া দরকার… একজন গ্রেট খেলোয়াড়ের ছাপ ছিল স্পষ্ট। স্পিনারদের বিপক্ষে তার পায়ের ব্যবহার ছিল দারুণ। সে প্রতিটি বাউন্ডারি ও ছক্কার পর ডট বল কম খেলেছে এবং স্ট্রাইক রোটেশনে বেশি মনোযোগ দিয়েছে।”
“আমি আগেই অনুষ্ঠানে বলেছিলাম যে, আজ রোহিতের দিন। কটকে একটা ভিন্ন আবহ ছিল। আপনাদের বলছি, তার ৩৩তম সেঞ্চুরিও এলো বলে।”
প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। আগামী বুধবার আহমেদাবাদে হবে শেষ ম্যাচ।