নারী ক্রিকেটে মাস সেরার স্বীকৃতি পেয়েছেন নিউ জিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কার।
Published : 12 Nov 2024, 03:02 PM
এক বছরের বেশি সময় পর টেস্টে ফিরে চমৎকার বোলিং করার বড় স্বীকৃতি পেলেন নোমান আলি। আইসিসির ‘প্লেয়ার অব দা মান্থ’ নির্বাচিত হলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার। আর অক্টোবরের সেরা নারী ক্রিকেটারের সম্মাননা পেলেন নিউ জিল্যান্ডের অ্যামেলিয়া কার।
আনুষ্ঠানিক বিবৃতিতে মঙ্গলবার অক্টোবর মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি।
প্রথমবার এই স্বীকৃতি পাওয়ার দৌড়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও নিউ জিল্যান্ডের মিচেল স্যান্টনারকে হারিয়েছেন নোমান। আর অ্যামেলিয়ার সঙ্গে লড়াইয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
পাকিস্তানের পুরুষ ক্রিকেটারদের মধ্যে গত বছর অগাস্টে সবশেষ এই স্বীকৃতি পেয়েছিলেন বাবর আজম। ১৪ মাস পর টেস্টে ফিরে নিজ দেশের এই ১৩ মাসের অপেক্ষার অবসান ঘটিয়েছেন নোমান।
গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট বাইরে বসে দেখেন নোমান। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে গড়ে দেন পার্থক্য। পরে তৃতীয় ম্যাচেও বাজিমাত করেন ৩৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার।
দুই ম্যাচে ২০ উইকেট নিয়ে পাকিস্তানের সিরিজে জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন নোমান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪৬ রানে ৮ উইকেট নেন তিনি। ম্যাচে তার শিকার ১১টি। পরে মুলতান টেস্টের দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট।
নিউ জিল্যান্ডের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ব্যাট-বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অ্যামেলিয়া। ব্যাটিংয়ে ১৩৫ রান করার পাশাপাশি বল হাতে রেকর্ড ১৫ উইকেট নিয়ে তার হাতেই ওঠে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
সব মিলিয়ে গত মাসে ১৬০ ও ১৯ উইকেটের সৌজন্য ২০২২ সালের ফেব্রুয়ারির পর আবার মাস সেরার পুরস্কার জিতলেন ২৪ বছর বয়সী অলরাউন্ডার।