ভারতীয় ক্রিকেট
পূর্বসূরি রাহুল দ্রাবিড়ের বার্তায় আবেগাপ্লুত ভারতের নতুন প্রধান কোচ গৌতাম গাম্ভির।
Published : 27 Jul 2024, 04:38 PM
মাঠে কিংবা বাইরে, প্রায় সবসময়ই গুরুগম্ভীর চেহারায় দেখা যায় গৌতাম গাম্ভিরকে। তার মুখে হাসি যেন বিরল কিছু। তিনিও যেমন অনেকবার বলেছেন, ‘মানুষ আমার হাসি দেখতে মাঠে আসে না, আমার দলকে জিততে দেখতে আসে।’ গাম্ভিরের এমন ব্যক্তিত্ব নিয়ে এবার একটু মজা করলেন ভারতের সাবেক কোচ রাহুল দ্রাবিড়। উত্তরসূরিকে সবচেয়ে কঠিন সময়ে একটু হাসি দিয়ে সবাইকে চমকে দিতে বললেন তিনি।
ভারত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গাম্ভির। জাতীয় দলের সাবেক সতীর্থের উদ্দেশে একটি আবেগঘন বার্তায় বিভিন্ন পরামর্শ দিয়েছেন দ্রাবিড়।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ল্যাপটপের সামনে বসে দ্রাবিড়ের বার্তাটি দেখছেন গাম্ভির। প্রথমে অবশ্য তিনিও জানতেন না বার্তাটি যে দ্রাবিড়ের কাছ থেকে এসেছে। ওই ভিডিওতে গাম্ভিরকে প্রশংসায় ভাসান ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ।
“সতীর্থ হিসেবে আমি দেখেছি, তুমি মাঠে নিজের সবটুকু উজাড় করে দিয়েছ। ব্যাটিং সঙ্গী ও সতীর্থ ফিল্ডার হিসেবে তোমার দৃঢ়তা ও হার মানায় অস্বীকৃতি জানাতে দেখেছি। আইপিএলের অনেক মৌসুমে তোমার জেতার প্রবল ইচ্ছা, তরুণ খেলোয়াড়দের প্রতি তোমার সহায়তা এবং মাঠে দলের কাছ থেকে সেরাটা বের করে আনার জন্য তোমার তাড়না লক্ষ্য করেছি।”
“আমি জানি ভারতীয় ক্রিকেটের প্রতি তুমি কতটা নিবেদিত ও আবেগি। আমি নিশ্চিত, নতুন দায়িত্বে তুমি এই সব গুণাবলীই নিয়ে আসবে।”
কঠিন সময়ে গাম্ভিরকে ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন দ্রাবিড়। লম্বা সময় ধরে দায়িত্বে থাকা এই কোচ জানেন, পরিস্থিতি যেমনই হোক, দলের সবাই সবসময়ই কোচের পাশে থাকবে। একই সঙ্গে গাম্ভিরের জন্য ভাগ্যের সহায়তাও কামনা করেছেন দ্রাবিড়।
এরপরই দ্রাবিড়ের রসিকতায়, আর সবসময় মুখভার করে থাকা গাম্ভিরের মুখে বিরল হাসি।
“এমনকি পরিস্থিতি যদি তোমার জন্য কঠিনও হয়, তখনও একটু হাসি দিও। যা কিছুই ঘটুক না কেন, এটা (তোমার হাসি) মানুষকে হতবাক করবে।”
দ্রাবিড়ের বিশ্বাস, ভারতীয় দলকে আরও উচ্চতায় তুলে নেবেন গাম্ভির। পূর্বসূরির এসব কথায় আবেগাপ্লুত হয়ে পড়েন গাম্ভির। সবাইকে গর্বিত করার লক্ষ্য নিয়ে নতুন অধ্যায় শুরুর কথা বলেন তিনি।
“আমি খুব বেশি আবেগপ্রবণ হই না। কিন্তু আমার মনে হয়, এই বার্তা আসলেই আমাকে অনেক আবেগপ্রবণ করে তুলেছে, যেমনটা সাধারণত আমি হই না। তবে এটি দারুণ একটি বার্তা।”
“দায়িত্বটা বিশাল, তবে আশা করি আমি পূরণ করতে পারব। সম্পূর্ণ সততা, স্বচ্ছতার সঙ্গে দায়িত্বটি পালন করতে পারব। আশা করি, আমি পুরো জাতিকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ব্যক্তিকে আমি সর্বদা শ্রদ্ধা করেছি-রাহুল ভাই-তাকে গর্বিত করতে পারব।”
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ভারতের কোচ হিসেবে গাম্ভিরের পথচলা। তিন ম্যাচের সিরিজটি শুরু শনিবার।