আবার ভারতীয় ক্রিকেটে ক্লুজনার

পরামর্শক হিসেবে ত্রিপুরায় বছরে ১০০ দিন কাজ করবেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 06:48 AM
Updated : 1 June 2023, 06:48 AM

ভারতীয় ক্রিকেটে শক্ত কোনো অবস্থান নেই ত্রিপুরার। মাঠের পারফরম্যান্সের ভিত শক্ত করতে এবার ল্যান্স ক্লুজনারকে নিয়ে আসছে পশ্চাৎপদ রাজ্যটি। সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে পরামর্শক নিয়োগ দিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। 

চুক্তি অনুযায়ী, ত্রিপুরায় বছরে ১০০ দিন কাজ করবেন ক্লুজনার। রঞ্জি দলের সঙ্গে কাজ করার পাশাপাশি ছেলে ও মেয়েদের বয়সভিত্তিক ৮টি দলেও কাজ করবেন ১৯৯৯ বিশ্বকাপে ঝড় তোলা এই অলরাউন্ডার। 

ভারতীয় ক্রিকেটে তার কোচিংয়ের অভিজ্ঞতা এটিই প্রথম নয়। ২০১৮-১৯ মৌসুমে দিল্লির পরামর্শক কোচ হিসেবে কাজ করেন তিনি।

প্রথম দফায় কাজ করতে আগামী শনিবার আগরতলায় যাবেন ক্লুজনার। এই দফায় ২০ দিন থাকবেন ৫১ বছর বয়সী সাবেক ক্রিকেটার। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৯ টেস্ট ও ১৭১ ওয়ানডে খেলা সাবেক এই অলরাউন্ডার এখন নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি আসর এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের কোচ। প্রথম আসরে ভালো করতে পারেনি দলটি। ৬ দলের মধ্যে পঞ্চম হয়ে তারা শেষ করে আসর। 

তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে ক্লুজনার বেশ সমাদৃত। বিভিন্ন লিগে ব্যাটিং বা বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশেও কাজ করেছেন বিপিএলে। রাজশাহী কিংস ও খুলনা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছিলেন আফগানিস্তানের প্রধান কোচ। ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন জিম্বাবুয়ে জাতীয় দলে।