যে দলের হয়ে ভিজায় শাঙ্কারের আইপিএল অভিষেক, সেই দলের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেন প্রায় ১১ বছর পর।
Published : 30 Mar 2025, 11:00 PM
প্রায় ১১ বছর আগে ভিজায় শাঙ্কারের আইপিএল অভিষেক চেন্নাই সুপার কিংসের জার্সিতে। তারপর থেকে গত আসর পর্যন্ত তিনি ম্যাচ খেলেন আরও ৭১টি। যার একটিও চেন্নাইয়ের জার্সিতে নয়। দীর্ঘ সময় পর আবার আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে খেলতে নেমে রাভিচান্দ্রান অশ্বিনের রেকর্ড ভেঙে দিলেন এই অলরাউন্ডার।
এবারের আইপিএলে চেন্নাইয়ের প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি ৩৪ বছর বয়সী শাঙ্কায়। রোববার রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাকে একাদশে রাখে দলটি।
২০১৪ সালের ১৩ মে শাঙ্কারের আইপিএল অভিষেক হয়েছিল এই রাজস্থান রয়্যালসের বিপক্ষেই। সেদিন এক ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে ১৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। পরে তাকে ব্যাটিংয়ে নামতে হয়নি।
ওই আসরে একটি ম্যাচই কেবল খেলার সুযোগ পান তিনি। পরের দুই আসরে তাকে দেখা যায়নি। ২০১৭ থেকে ২০২৪ আসর পর্যন্ত তিনি খেলেন দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সের হয়ে।
ভারতের হয়ে ১২ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলা শাঙ্কারকে ২০২৫ আইপিএলের নিলামে ১ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় চেন্নাই। অবশেষে দলটির জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগ তিনি পেলেন, প্রথম ম্যাচের তিন হাজার ৯৭৪ দিন পর।
আইপিএলে চেন্নাইয়ের হয়ে কোনো ক্রিকেটারের দুই ম্যাচের মাঝে দীর্ঘতম বিরতি এটিই। সপ্তাহ খানেক আগে রেকর্ডটি গড়েছিলেন অশ্বিন। এই স্পিনার ২০১৫ সালের ২৪ মে চেন্নাইয়ে হয়ে খেলার পর আবার দলটির জার্সিতে মাঠে নামেন গত ২৩ মার্চ, ব্যবধান তিন হাজার ৫৯১ দিন।
প্রতিযোগিতাটিতে সব মিলিয়ে এই রেকর্ডের হিসেবে শাঙ্কারের ওপরে আছেন কেবল দুজন ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মানদিপ সিংয়ের দুই ম্যাচের মাঝে ব্যবধান চার হাজার ৭৫১ দিন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কার্ন শার্মার পাঁচ হাজার ৯৩ দিন।