বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
আঙুলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিকুর রহিম, সবশেষ সিরিজে না খেলেই বাদ পড়ে গেলেন সৈয়দ খালেদ আহমেদ।
Published : 10 Nov 2024, 09:51 PM
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাওয়া আঙুলের চোটে আরও বড় ধাক্কা খেলেন মুশফিকুর রহিম। দুই ওয়ানডের পর এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। দলে ফিরলেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
বিসিবি রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন ক্যারিবিয়ান সফরে দুই টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন সৈয়দ খালেদ আহমেদ। এছাড়া জায়গা হয়নি অফ স্পিনার নাঈম হাসানের।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজটি খেলতে সোমবার সন্ধ্যায় দেশ ছাড়বেন টেস্ট দলের ক্রিকেটাররা। আর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা ক্রিকেটাররা সেখান থেকেই চলে যাবেন ক্যারিবিয়ানে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এটিই বাংলাদেশের শেষ সিরিজ। এখন পর্যন্ত খেলা ১০ ম্যাচে ৩ জয়ে ২৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে ৯ দলের মধ্যে ৮ নম্বরে বাংলাদেশ। আর ১৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে তলানিতে ক্যারিবিয়ানরা।
তবে ঘরের মাঠে সবসময়ই শক্ত প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২০০৯ সালে দ্বিতীয় সারির দলের বিপক্ষে সিরিজ জয় ছাড়া সেখানে গিয়ে কখনও লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। প্রতিকূল কন্ডিশনে দলের জন্য বাড়তি প্রেরণা হতে পারত মুশফিকের অভিজ্ঞতা।
কিন্তু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময় পাওয়া চোটে সামনের দুই টেস্টেও খেলা হবে না অভিজ্ঞ ব্যাটসম্যানের। দলে এখন তাই সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক।
চলতি ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম দেওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় টেস্টের দলে ছিলেন না তাসকিন। তার জায়গায় নেওয়া হয় খালেদকে। এবার ক্যারিবিয়ান সফরে তাসকিন ফেরায় বাদ পড়ে গেলেন ৩২ বছর বয়সী পেসার।
এছাড়া চোটের কারণে ভারত সফর ও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা দুই টেস্টে বাইরে থাকা শরিফুলও ফিরেছেন দলে। আর নিজেদের জায়গা ধরে রেখেছেন অন্য দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। সব মিলিয়ে চার পেসার নিয়েই ক্যারিবিয়ানে যাবে বাংলাদেশ।
স্পিন বিভাগে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদের ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা।
প্রোটিয়াদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া মাহিদুল ইসলাম এবার পাবেন জাতীয় দলের হয়ে প্রথম সফরের অভিজ্ঞতা। আর ওই ম্যাচে কনকাশনে ছিটকে যাওয়া জাকের আলিও ফিরে পেয়েছেন নিজের জায়গা।
জ্বরের কারণে চট্টগ্রাম টেস্ট ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে না পারা লিটন কুমার দাসও থাকছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগামী ২২ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর জ্যামাইকার স্যাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ নভেম্বর। এর আগে আগামী শুক্রবার থেকে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ওয়ানডে সিরিজের সব ম্যাচ সেন্ট কিটসে। আর সেন্ট ভিনসেন্টে হবে বিশ ওভারের সিরিজ।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।
চোটের কারণে নেই: মুশফিকুর রহিম
বাদ পড়লেন: নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ
ফিরলেন: জাকের আলি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম