বোর্ডার-গাভাস্কার ট্রফি
ভিরাট কোহলির এই কাজকে তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না টেস্ট অভিষেকে ফিফটি করা স্যাম কনস্টাস।
Published : 26 Dec 2024, 05:41 PM
ওভার শেষে ক্রিজ ছেড়ে বেরিয়ে সামনের দিকে হাঁটা দিলেন স্যাম কনস্টাস। অপর প্রান্ত থেকে হেঁটে আসার সময় অভিষিক্ত ব্যাটসম্যানকে কাঁধ দিয়ে ‘ইচ্ছাকৃতভাবে’ ধাক্কা দিলেন ভিরাট কোহলি। এর পরই বাকবিতণ্ডায় জড়ালেন দুইজন। মেলবোর্ন টেস্টের প্রথম দিনের এই কাণ্ড নিয়ে ক্রিকেট আঙিনায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
বক্সিং ডে টেস্ট দিয়ে বৃহস্পতিবার ক্রিকেটের অভিজাত সংস্করণে পা রাখেন কনস্টাস। অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকের দিনটি স্মরণীয় করে রাখেন তিনি দারুণ ব্যাটিংয়ে। তবে বাজে ওই অভিজ্ঞতাও হলো ১৯ বছর বয়সী ব্যাটসম্যানের।
ম্যাচের প্রথম সেশনে ঘটে কনস্টাস-কোহলির ওই কাণ্ড। সপ্তম ওভারে স্কুপ ও রিভার্স স্কুপে জাসপ্রিত বুমরাহকে ২ চার ও এক ছক্কা মেরে তখন দারুণ আত্মবিশ্বাসী কনস্টাস। তার আত্মবিশ্বাসে চিড় ধরাতেই বোধহয় দশম ওভার শেষে অশোভন কাজটি করেন কোহলি।
টিভি রিপ্লেতে দেখা যায়, ওভার শেষে নিচের দিকে তাকিয়ে গ্লাভস ঠিক করতে মাঝ ক্রিজের দিকে যাচ্ছিলেন কনস্টাস। ওই সময় নিজেদের জায়গা বদল করছিলেন কোহলি ও ভারতীয় ফিল্ডাররা। ক্রিজ থেকে অনেকটা দূরে ছিলেন কোহলি। কিন্তু নিজের জায়গা ছেড়ে কনস্টাসের দিকে হাঁটা দেন তিনি।
শেষ পর্যন্ত ধাক্কা লাগে দুইজনের। পরে হয় উত্তপ্ত বাক্য বিনিময়। কনস্টাসের ওপেনিং সঙ্গী উসমান খাওয়াজা ও আম্পায়ার মাইকেল গফ এসে তাদের থামিয়ে দেন।
কোহলির ওই আচরণ যেন আরও তাতিয়ে দেয় তরুণ কনস্টাসকে। একাদশ ওভারে বুমরাহকে দুই চার ও এক ছক্কায় ওড়ান তিনি। সঙ্গে নেন দুটি ডাবল। ১৮ রানের ওই ওভারটি বুমরাহর টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে খরুচে ওভার।
আগ্রাসী ব্যাটিংয়ে টেস্ট ক্রিকেটে নিজের আগমনী বার্তা দেওয়া কনস্টাস ৫২ বলে করেন ফিফটি। টেস্ট অভিষেকে অস্ট্রেলিয়ার ওপেনারদের মধ্যে যা দ্রুততম। এরপর অবশ্য ইনিংস বড় করতে পারেননি, থামেন ২ ছক্কা ও ৬ চারে ৬৫ বলে ৬০ রান করে।
ম্যাচের দ্বিতীয় সেশন চলাকালে চ্যানেল সেভেনে ওই ঘটনা নিয়ে কথা বলেন কনস্টাস। এসবকে স্বাভাবিক হিসেবেই নিচ্ছেন তিনি।
“আমার মনে হয়, আবেগ আমাদের দুজনকে পেয়ে বসেছিল। আমি ঠিক বুঝতে পারিনি, গ্লাভস ঠিক করছিলাম, আর তখনই কাঁধে ধাক্কা। তবে ক্রিকেটে এটি ঘটে।”
কোহলির এমন কাজকে উস্কানিমূলক বলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ব্যাটিং গ্রেট রিকি পন্টিং। চ্যানেল সেভেনে ধারাভাষ্য দেওয়ার সময় ওই কাণ্ড নিয়ে কথা বলেন তিনি।
“দেখুন, বিরাট কোথায় হাঁটছে। পুরো একটি পিচ হেঁটে ভিরাট তার ডানদিকে এসেছে এবং এই ধাক্কার পথ তৈরি করেছে। যা-ই হোক না কেন, এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই।”
চ্যানেল সেভেনের সঙ্গে কনস্টাস-কোহলির কাণ্ড নিয়ে কথা বলেছেন সাবেক আম্পায়ার সাইমন টাফেলও। তার মতে, কোহলি পথ পরিবর্তন করলে আইসিসির আচরণবিধি অনুসারে “অনুপযুক্ত শারীরিক সংঘর্ষ” হিসাবে বিবেচিত হতে পারে। আর এর জন্য শাস্তি হতে পারে কোহলির।