পাকিস্তান ক্রিকেট
‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
Published : 27 Oct 2024, 04:22 PM
বাবর আজমকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়ানো ফাখার জামান এবার পড়লেন বড় বিপাকে। আট বছরের মধ্যে প্রথমবারের মতো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হলো না টপ অর্ডার এই ব্যাটসম্যানের।
২০২৪-২৫ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের নাম রোববার প্রকাশ করে পিসিবি। আগামী এক বছরের জন্য ২৫ জনকে রাখা হয়েছে চুক্তিতে। গত ১ জুলাই থেকে যা কার্যকর হিসেবে ধরা হবে।
সপ্তাহ দুয়েক আগে ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে বাবরকে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ফাখার। প্রকাশ্যেই ওই সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। বাঁহাতি ব্যাটসম্যানের এমন আচরণ ভালোভাবে নেয়নি পিসিবি।
পাকিস্তান ক্রিকেটকে অসম্মান করায় ফাখারকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এরপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টটি সরাননি ফাখার। এর জন্য কোনো ক্ষমাও চাননি তিনি।
শুধু তাই নয়, গত মাসে সিনিয়র খেলোয়াড়দের মতামত প্রকাশের জন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির আয়োজিত একটি ক্যাম্পে সমালোচনামূলক কিছু কথাও বলেন ফাখার। সব মিলিয়ে, বোর্ডের সঙ্গে শীতল সম্পর্কের জেরেই বোধহয় এবার কেন্দ্রীয় চুক্তিও হারালেন তিনি।
চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে জায়গা ধরে রেখেছেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। সেখানে থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। যেখানে তার সঙ্গী নাসিম শাহ ও টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ।
পুরো বছরের জন্য মাসুদের এই ক্যাটাগরিতে থাকা নির্ভর করছে তার অধিনায়কত্বে থাকার ওপর। নেতৃত্বের শুরুটা ভালো হয়নি মাসুদের; হেরে গেছেন দায়িত্বের প্রথম ৬ টেস্টই। ব্যর্থতার সেই বৃত্ত ভেঙে শেষ দুই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। তবুও, নেতৃত্বে কতদিন থাকতে পারবেন মাসুদ, তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্ট জয়ে বল হাতে অবদান রেখে কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সাজিদ খান ও নোমান আলি। তাদের দুইজনের জায়গা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে।
প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ ইরফান খান ও উসমান খান। তারা সবাই আছেন ‘ডি’ ক্যাটাগরিতে।
ক্যাটাগরি ‘এ’: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান
ক্যাটাগরি ‘বি’: নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ
ক্যাটাগরি ‘সি’: আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, হারিস রউফ, নোমান আলি, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাদাব খান
ক্যাটাগরি ‘ডি’: আমের জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মুহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান খান