সন্তানদের জন্য আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকেট চেয়েছেন ভারতীয় এই অভিজ্ঞ অলরাউন্ডার।
Published : 18 Mar 2024, 04:05 PM
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দেখতে চান রবিচন্দ্রন অশ্বিনের সন্তানরা। কিন্তু টিকেটই যে মিলছে না! তাই মজা করে তার পুরোনো ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের কাছে সাহায্য চেয়েছেন ভারতের অভিজ্ঞ স্পিনার।
চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে আগামী ২২ মার্চ পর্দা উঠবে এবারের আইপিএলের। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের মুখোমুখি হবে শিরোপাধারী চেন্নাই সুপার কিংস। এর আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
এই ম্যাচের টিকেটের খোঁজে আছেন অশ্বিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার তিনি লিখেছেন, “চিপকে অনুষ্ঠেয় চেন্নাই ও বেঙ্গালোরের মধ্যকার আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকেটের চাহিদা অবিশ্বাস্য। আমার সন্তানরা উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দেখতে চায়।”
এরপর চেন্নাই সুপার কিংসকে ট্যাগ করে অশ্বিন লেখেন, “দয়া করে সাহায্য করো।”
চেন্নাইয়ের ছেলে অশ্বিন। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেছেন তিনি। দলটির হয়ে ৯৭ ম্যাচে ৯০ শিকার ধরেছেন এই অফ স্পিনার।
এরপর রাইজিং পুনে সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস হয়ে এখন রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন অশ্বিন। এখন পর্যন্ত আইপিএলে ১৯৭ ম্যাচ খেলে নিয়েছেন ১৭১ উইকেট।
আগামী ২৪ মার্চ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে রাজস্থান।