১০ ওভার খেলে ১০ রানে অলআউট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিব্রতকর রেকর্ড।
Published : 05 Sep 2024, 04:42 PM
সহযোগী দেশগুলোর টি-টোয়েন্টি ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পর থেকে এই সংস্করণে চলছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। ভাঙতে না পারলেও এবার বিব্রতকর এক রেকর্ডে নাম লিখিয়েছে মঙ্গোলিয়া। সবচেয়ে কম রানে অলআউট হয়েছে দলটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে বৃহস্পতিবার সিঙ্গাপুরের বিপক্ষে স্রেফ ১০ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে কম রানে অলআউট হওয়ার নজির নেই।
মঙ্গোলিয়ার মতো ১০ রানে অলআউট হয়েছিল আইল অব ম্যান, স্পেনের বিপক্ষে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। ম্যাচটি দুই বলেই জিতেছিল স্প্যানিশরা।
১১ রানের লক্ষ্য তাড়ায় মঙ্গোলিয়ার বিপক্ষে সিঙ্গাপুরের লেগেছে ৫ বল। এর মধ্যে আবার প্রথম বলে উইকেটও হারায় তারা।
টস হেরে ব্যাটিংয়ে নামা মঙ্গোলিয়ার ইনিংসে ধস নামান হার্শা ভারাদ্বাজ। এই লেগ স্পিনার তার ৪ ওভারের দুটি দেন মেডেন। স্রেফ ৩ রান দিয়ে ৬ শিকার ধরেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় সেরা বোলিং। ৮ রানে ৭ উইকেট নিয়ে আন্তর্জাতিক তো বটেই, স্বীকৃতি টি-টোয়েন্টিতেও সেরা বোলিংয়ের রেকর্ডটি মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস।
১৭ বছর বয়সী ভারাদ্বাজ ম্যাচের প্রথম ওভারেই ধরেন দুই শিকার। রানের খাতা খোলার আগে দুই উইকেট হারানো মঙ্গোলিয়া পাওয়ার প্লেতে হারায় আরও পাঁচ উইকেট। প্রতিপক্ষের পড়া সাত উইকেটের পাঁচটিই ভারাদ্বাজের। ষষ্ঠ উইকেটটি নেন তিনি নিজের শেষ ওভারে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানের অলআউট হওয়ার তালিকায় প্রথম চারটির তিনটিতেই মঙ্গোলিয়ার নাম। সবগুলোই হয়েছে চলতি বছর।
সিঙ্গাপুরের বিপক্ষে এদিন ১০ ওভার ব্যাটিং করেছে মঙ্গোলিয়া, যার তিনটি মেডেন। তাদের ইনিংসের দুটি জুটি টিকেছে ১১ বল করে, যা ম্যাচ সর্বোচ্চ।