নারী ক্রিকেট
দলের ব্যর্থতার মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে এগোলেন বাংলাদেশের তিন ক্রিকেটার।
Published : 15 Oct 2024, 06:16 PM
স্কটল্যান্ডকে হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি ম্যাচগুলো ভালো কাটেনি বাংলাদেশের। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার আইসিসি র্যাঙ্কিংয়ে পেলেন নিগার সুলতানা। ক্যারিয়ার সেরা রেটিং পেলেন বাংলাদেশ অধিনায়ক। স্পর্শ করলেন নিজের সেরা র্যাঙ্কিং।
মেয়েদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি। নিগারের পাশাপাশি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন টপ-অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি ও লেগ স্পিনার ফাহিমা খাতুন।
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়া দুই ম্যাচে যথাক্রমে ৪৪ বলে ৩৯ ও ৩৮ বলে ৩২* রানের ইনিংস খেলেন নিগার। এর সৌজন্যে ক্যারিয়ার সেরা ৬১৮ রেটিং নিয়ে এক ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন তিনি।
বাংলাদেশ অধিনায়কের এটিই ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। এর আগে গত এপ্রিলেও তিনি ১৩ নম্বরে উঠেছিলেন। নিগার ছাড়া সেরা পঞ্চাশেও নেই বাংলাদেশের কোনো ব্যাটার। বাঁহাতি মুর্শিদা খাতুন দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫৫ নম্বরে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ বলে ৩৮ ইনিংস খেলে ৯ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে উঠেছেন সোবহানা। পেয়েছেন ক্যারিয়ার সেরা ৩৮৭ রেটিং।
ব্যাটারদের তালিকায় শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়ার বেথ মুনি। এছাড়া সেরা দশে পরিবর্তন আছে একটি। এক ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠেছেন মুনির সতীর্থ এলিসা হিলি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ রানে ২ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন ফাহিমা। তার নামের পাশে এখন ক্যারিয়ার সেরা ৫১৪ রেটিং। এছাড়া আট ধাপ পিছিয়ে রাবেয়া খান ১৭ নম্বরে এবং তিন ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নেমে গেছেন নাহিদা আক্তার।
বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষেই সোফি এক্লেস্টোন। যৌথভাবে তিন নম্বরে উঠেছেন ভারতের অফ স্পিনার দিপ্তি শার্মা ও পেসার রেনুকা ঠাকুর। চার ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়া মেগান শুট, ছয় ধাপ লাফিয়ে ৭ নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো এমলাবা।
অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে ২ নম্বরে উঠেছেন নিউ জিল্যান্ড এমেলিয়া কার। এছাড়া ছয় ধাপ লাফিয়ে ৬ নম্বরে দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ ও ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট দুই ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠেছেন।
শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।