বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের।
Published : 24 Mar 2025, 11:59 AM
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথার কারণে তড়িঘড়ি করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই খবর নিশ্চিত করেছেন।
সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে তামিমের মোহামেডান। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেছেন অধিনায়ক।
পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তামিম। খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে।
সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনার পরিকল্পনা করা হলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না বললেন টিটু।
"তামিমের অবস্থা আপাতত তেমন ভালো মনে হচ্ছে না। ঢাকায় হাসপাতালে নেওয়ার জন্য মাঠে হেলিকপ্টার আনা হয়েছে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার অবস্থা নেই। তাই সাভারেই চিকিৎসা চলছে।"
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানিয়েছেন, তামিমের শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। আপাতত হৃদরোগ বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তামিমকে। অবস্থার কিছুটা উন্নতি হলেই তাকে ঢাকায় নিয়ে আসা হবে।
"সকালে তামিমের বুকে ব্যথা হচ্ছিল। তাই কাছেই যে হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয়। কিছু পরীক্ষানিরীক্ষা হয়, হার্টের ইসিজি করানো হয়। তখন একটু হালকা সমস্যা দেখা যাচ্ছিল। তাই তামিম নিজেই বলছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় চলে যাবে। ওর অস্বস্তি লাগছিল।"
"বিকেএসপির মাঠে তাই এয়ার অ্যাম্বুলেন্স ডাকাও হয়। হাসপাতাল থেকে যখন বিকেএসপিতে যাচ্ছিল, আবার ব্যথা শুরু হয়। তাই দ্বিতীয়বার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এখন পর্যবেক্ষণে আছে। আপাতত এটাই জানা গেছে। আমরা যাচ্ছি হাসপাতালে। পরে বোঝা যাবে।"
বিসিবিতে সোমবার ছিল বোর্ডের ১৯তম সাধারণ সভা। কিন্তু তামিমের অসুস্থতার খবর শুনে সেই সভা স্থগিত করা হয়। বোর্ড পরিচালকরাও হাসপাতালে যাচ্ছেন বলে জানা গেছে।