দেশে ফেরার আগে বাংলাদেশের এই তরুণ ক্রিকেটারদের উজ্জ্বল সম্ভাবনার কথা বললেন মোহাম্মদ রিজওয়ান।
Published : 10 Feb 2023, 07:28 PM
‘ও জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত’- কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তানভির ইসলামকে নিয়ে এমন মন্তব্য করেছেন অধিনায়ক ইমরুল কায়েস। বাঁহাতি স্পিনে বিপিএলে দারুণ পারফর্ম করা তানভিরকে প্রশংসায় ভাসিয়েছেন মোহাম্মদ রিজওয়ানও। কুমিল্লার অন্য তরুণ ক্রিকেটারদেরও দারুণ সম্ভাবনা দেখছেন পাকিস্তানি তারকা।
লিগ পর্বের শেষ দিনে শুক্রবার রংপুর রাইডার্সকে ৭০ রানের বড় ব্যবধানে হারায় কুমিল্লা। স্রেফ ২৬ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তানভির।
কেবল এই ম্যাচে নয়, পুরো আসরে এমন উজ্জ্বল পারফর্ম করেছেন তানভিরের বোলিং। এই বাঁহাতি স্পিনার ছাড়াও ডানহাতি পেসার মুকিদুল ইসলাম ও কিপার-ব্যাটসম্যান জাকের আলি অনিককেও মনে ধরেছে রিজওয়ানের।
ঘরোয়া ক্রিকেটে গত দেড়-দুই বছর ধরে ধারাবাহিক পারফর্ম করা তানভির চলতি বিপিএলে ১০ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন স্রেফ ৬.২০ রান। ফরচুন বরিশালের বিপক্ষে ৩৩ রানে ৪ উইকেট তার সেরা বোলিং। প্রতি ম্যাচে পাওয়ার প্লে’তে তানভিরের বোলিংয়ে ভরসা রেখেই পরিকল্পনা সাজাতে দেখা গেছে কুমিল্লাকে।
মিডল-অর্ডারে ব্যাটিং করা জাকের তেমন একটা ব্যাটিংয়ের সুযোগ পাননি। তবে সুযোগ পেলে অবদান রেখেছেন তিনি। ১০ ইনিংসে ১৪২ বল খেলে করেন ১৭৫ রান। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২ চার ও ৩ ছয়ে খেলেন ৫৭ রানের অপরাজিত ইনিংস। রংপুরের বিপক্ষে সবশেষ ম্যাচে পাঁচ নম্বরে নেমে ৩ ছয়ে করেন ২৩ বলে ৩৪ রান।
জাকের-তানভিরের মতো নিয়মিত খেলার সুযোগ পাননি মুকিদুল। তবে বরিশালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২৩ রান খরচ করে আসরের প্রথম ৫ উইকেট নিয়ে সামর্থ্যের ঝলক দেখান ২২ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৭ ম্যাচে ওভারপ্রতি ৮.১২ রান খরচায় তার শিকার ৯ উইকেট।
পাকিস্তান সুপার লিগ খেলার জন্য বিপিএলে কুমিল্লার বাকি ম্যাচগুলো না খেলেই ফিরে যাচ্ছেন রিজওয়ান। বাংলাদেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির প্রশংসার পাশাপাশি স্থানীয় ক্রিকেটারদের প্রশংসায় ভাসান তিনি।
“মালিকপক্ষ থেকে শুরু করে ম্যানেজম্যান্ট, কোচ, অধিনায়ক... তারা খুবই উৎসাহী ও সৎ। তারা বাংলাদেশ জাতীয় দলের জন্যও খেলোয়াড় তৈরির চেষ্টা করছে। হ্যাঁ, এখানে চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে তারা অন্য দিকটিও গুরুত্বের সঙ্গে দেখছেন।”
“দলের প্রধান কোচ (মোহাম্মদ সালাউদ্দিন) আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও খেলোয়াড় সরবরাহের চেষ্টা করছেন। অন্তত আমার কাছে তা-ই মনে হয়। আমাদের দলের দিকে যদি দেখেন... তানভির, মুগ্ধ (মুকিদুল), জাকেরসহ আরও যাদের দেখেছি, তাদের সামনে বাংলাদেশের হয়েও উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি।”
নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য শুক্রবার রাতেই চলে যাচ্ছেন রিজওয়ান। কুমিল্লার হয়ে ১০ ম্যাচ খেলেছেন পাকিস্তানি ওপেনার। ৪ ফিফটিতে দলের সর্বোচ্চ ৩৫১ রান এসেছে তার ব্যাটে।
শেষ চারের আগে রিজওয়ানের চলে যাওয়া নিশ্চিতভাবেই বড় শূন্যতা তৈরি করবে কুমিল্লা দলে। তবে রিজওয়ান এ বিষয়ে খুব একটা চিন্তিত নন। দলে যারা আছেন, তাদের প্রতি আস্থার কথা জানিয়েছেন পাকিস্তানি তারকা।
“কুমিল্লা দলের গভীরতা দেখুন, খুব ভালো। জাকের খুব ভালো খেলোয়াড়, মোসাদ্দেক (হোসেন) আছে। বেশিরভাগ ম্যাচে আমরা ওপরের ব্যাটসম্যানরাই শেষ করেছি। তাই আমরা (পরের ব্যাটসম্যানদের) ঠিক মূল্যায়ন করতে পারি না।”
“জাকের যখনই সুযোগ পেয়েছে ভালো করেছে। মোসাদ্দেক আগের ম্যাচে খুব ভালো বোলিং করেছে। তানভির খুব ভালো পারফর্ম করছে। তারা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে। যে কারণে তারা (প্রতিপক্ষ) মাঝেমধ্যে ভুল করছে।”