আন্দ্রে অ্যাডামসের ২৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন স্কট কুগেলাইন।কুগেলাইন।
Published : 31 Mar 2025, 05:03 PM
প্রথম শ্রেণির ক্রিকেটে আগের ১৬৯ ইনিংসে কখনও চার নম্বরের ওপরে ব্যাট করার সুযোগ পাননি। এবার সেখানে স্কট কুগেলাইনকে পাঠানো হলো ওপেনিংয়ে। সুযোগটা দুই হাতে কাজে লাগালেন তিনি। ঝড়ো ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন নিউ জিল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডার।
নিউ জিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডে সোমবার নর্দান ডিসট্রিক্টসের হয়ে ওটাগোর বিপক্ষে ৮ ছক্কা ও ৩ চারে ২৬ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কুগেলাইন।। স্ট্রাইক রেট ২৭৩.০৭!
ফিফটি করেন তিনি ১৯ বলে, নিউ জিল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে যা দ্রুততম ফিফটি।
রেকর্ডটি এতদিন ছিল আরেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসের। বর্তমানে বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচের দায়িত্বে থাকা অ্যাডামস ১৯৯৭-৯৮ মৌসুমে নিজের অভিষেক ম্যাচেই অকল্যান্ডের হয়ে ওটাগোর বিপক্ষে ফিফটি করেছিলেন ২০ বলে।
ডানেডিনে প্রতিযোগিতাটির শেষ রাউন্ডের এই ম্যাচে প্রথম ইনিংসেও ঝড়ো ফিফটি করেন কুগেলাইন।। সাতে নেমে ৬ চার ও ৩ ছক্কায় খেলেন ৩২ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস। ৭ উইকেটে ৪১১ রানে ইনিংস ঘোষণা করে নর্দান ডিসট্রিক্টস।
ওটাগোকে ১৪৫ রানে গুটিয়ে দিয়ে ২৬৬ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে অধিনায়ক জিত রাভালের সঙ্গে ইনিংস শুরু করতে পাঠানো হয় কুগেলাইনকে।
নিউ জিল্যান্ডের হয়ে তিন সংস্করণেই খেলা ৩৩ বছর বয়সী অলরাউন্ডার চতুর্থ বলে ম্যাথু বেকনকে ছক্কা হাঁকিয়ে ডানা মেলে দেন। এই পেসারের পরের ওভারে মারেন দুটি করে ছক্কা ও চার। ষষ্ঠ ওভারে ১৯ বলে যখন ফিফটি পূর্ণ করেন তিনি, দলের রান তখন বিনা উইকেটে ৭০, যেখানে রাভালের অবদান কেবল ১৬ বলে ১৪।
পরের ওভারে জ্যারড ম্যাককায়ের চার বলের মধ্যে আরও তিনটি ছক্কা মারেন কুগেলাইন।। অষ্টম ওভারে ক্যাচ দিয়ে শেষ হয় তার বিস্ফোরক ইনিংসটি।
স্রেফ ১১ ওভারে ২ উইকেটে ১৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওটাগোকে ৪০৭ রানের বড় লক্ষ্য দেয় নর্দান ডিসট্রিক্টস।
ব্যাটিংয়ে সামর্থ্যের প্রমাণ অবশ্য আগেও দিয়েছেন কুগেলাইন।। প্রথম শ্রেণির ক্রিকেটে চারটি সেঞ্চুরি আছে তার।