গ্রাহকরা সহজ কিস্তিতে নিজেদের পছন্দের নোকিয়া স্মার্টফোন কিনতে পারবেন।
Published : 22 Mar 2025, 05:50 PM
গ্রাহকরা এখন থেকে ‘বিকাশ পে লেটার’ সেবা ব্যবহার করে কিনতে পারবেন স্মার্টফোন।
এজন্য সিটি ব্যাংক পিএলসি ও সেলেক্সট্রা লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
শনিবার বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গ্রাহকরা এখন ‘বিকাশ পে লেটার’ সেবা ব্যবহার করে সহজ কিস্তিতে নিজেদের পছন্দের নোকিয়া স্মার্টফোন কিনতে পারবেন। সিটি ব্যাংক পিএলসি এতে অর্থায়ন করবে। মোবাইলের প্রাপ্তি নিশ্চিত করবে বাংলাদেশে নোকিয়া ও এইচএমডি মোবাইলের ন্যাশনাল ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর সেলেক্সট্রা লিমিটেড।
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, “বিকাশ পে লেটার সেবার মাধ্যমে গ্রাহকরা এখন মানসম্পন্ন স্মার্টফোন ব্যবহারে সুযোগ পাবেন, যা ডিজিটাল ইকোসিস্টেমের সঙ্গে তাদের সংযোগ আরও দৃঢ় করবে।”
সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার বলেন, “এই উদ্যোগটি আমাদের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণ এবং গ্রাহকদের আরও ফ্লেক্সিবেল পেমেন্ট সল্যুশনস দেওয়ার যে উদ্দেশ্য, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”
সেলেক্সট্রা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রিয়াজুল ইসলাম বলেন, “বাংলাদেশে নোকিয়া ও এইচএমডি মোবাইলের ন্যাশনাল ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা বিশ্বাস করি, এই পার্টনারশিপ দেশজুড়ে উচ্চমানের স্মার্টফোনের সহজলভ্যতা বাড়াবে।”
চুক্তি সই অনুষ্ঠানে এইচএমডি গ্লোবালের কান্ট্রি ম্যানেজার কাজি আল আমিনও উপস্থিত ছিলেন।