এই চুক্তির আওতায়, সিটি ব্যাংক এখন থেকে ইডকলকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে।
Published : 06 Mar 2025, 07:15 PM
ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধার পরিধি বাড়াতে সিটি ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।
সম্প্রতি ইডকলের প্রধান কার্যালয়ে দুই কোম্পানির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে সিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এই চুক্তির আওতায়, সিটি ব্যাংক এখন থেকে ইডকলকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে।
সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইনানশিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ইডকলের কার্যনির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন।
সিটি ব্যাংকের হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি তাহসিন হক এবং ইডকলের ডেপুটি সিইও এবং চিফ ফিনানশিয়াল অফিসার এস এম মনিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।