বাংলাদেশে ১৯০৫ সালে কার্যক্রম শুরু করে বহুজাতিক ব্যাংকটি।
Published : 08 Mar 2025, 08:16 PM
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কার্যক্রম শুরুর ১২০ বছর পূর্তি উদযাপনের অনুষ্ঠানে ঢাকায় এসেছেন বহুজাতিক ব্যাংকটির গ্রুপ সিইও বিল উইন্টার্স।
ঢাকায় সম্প্রতি আয়োজিত উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনীতে তার যোগ দেওয়ার কথা শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ব্যাংকটি।
এতে বলা হয়, সফরকালে বিল উইন্টার্স দেশের ব্যবসায়ী, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় তিনি বাংলাদেশের আর্থিক খাতের ভবিষ্যৎ সম্ভাবনা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যাংকের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক নেটওয়ার্ক ও বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ব্যাংকটি।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “গত ১২০ বছর ধরে বাংলাদেশে উন্নয়নের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। বিল উইন্টার্সের উপস্থিতি ব্যাংকের বাংলাদেশের প্রতি প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে। ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমাদের বৈশ্বিক নেটওয়ার্ক, ডিজিটাল সক্ষমতা এবং টেকসই উন্নয়ন উদ্যোগকে কাজে লাগাতে চাই।”
১৯০৫ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড। ব্যাংকটি দেশের প্রথম আন্তর্জাতিক ঋণপত্র চালু শুরু করাসহ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন উদ্ভাবন এনেছে। এছাড়া প্রথম কমোডিটি ডেরিভেটিভ, প্রথম ইন্টারেস্ট রেট ডেরিভেটিভ, প্রথম মেটাল ডেরিভেটিভসহ বহু আর্থিক সেবা বাংলাদেশে চালু করেছে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
এতে বলা হয়, বাংলাদেশের বিদ্যুৎ, টেলিযোগাযোগ, ওষুধ, বিমান, তৈরি পোশাক খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পে বিনিয়োগে অর্থায়ন করেছে ব্যাংকটি।
টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের আরও কিছু উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে পরিবেশ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণদের ক্ষমতায়নেও ভূমিকা রাখা হবে।