গত ১ মার্চ থেকে শুরু হওয়া মাসব্যাপী অফারটি পাবেন প্রথম ১০ হাজার গ্রাহক।
Published : 03 Mar 2025, 04:16 PM
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গ্রামীণফোনের জিপিস্টার গ্রাহকদের বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে এপেক্স ফুটওয়্যার।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন বলেছে, গত ১ মার্চ থেকে শুরু হওয়া মাসব্যাপী অফারটি পাবেন প্রথম ১০ হাজার গ্রাহক।
এপেক্স আউটলেট বা অনলাইন থেকে কমপক্ষে ৩ হাজার টাকার পণ্য কিনলে ৩০০ টাকা ছাড় পাবেন জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা। অফার নিতে ‘এপেক্স’ লিখে ২৯০০০ নাম্বারে পাঠাতে হবে জিপিস্টার গ্রাহকদের।
এ বিষয়ে রাজধানীর গুলশানে অ্যাপেক্সের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করে গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং রায়হান কবির।
মুনিয়া গনি বলেন, “জিপিস্টার গ্রাহকদের জীবনযাত্রার মানকে আরও সমৃদ্ধ করতে এপেক্স’র সঙ্গে এই পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি এই পার্টনারশিপের মাধ্যমে আকর্ষণীয় অফার উপভোগ করবেন গ্রাহকরা।”
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং রায়হান কবির বলেন, “গ্রামীণফোনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে জিপিস্টার গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে এপেক্সে তাদের কেনাকাটা আরও আনন্দময় হয়ে উঠবে।”