এসব অফার চলবে ১ এপ্রিল পর্যন্ত।
Published : 18 Mar 2025, 07:50 PM
ঈদের পোশাক থেকে শুরু করে যানবাহনের টিকেট- প্রায় সব কেনাকাটাতেই বিকাশ পেমেন্টে থাকছে নানা অংকের ছাড়; মিলছে ক্যাশব্যাক অফারও।
ঈদের এ অফারে ১ এপ্রিল পর্যন্ত অনলাইন ও সরাসরি কেনাকাটায় ৪ হাজার টাকা পর্যন্ত ছাড় ও ক্যাশব্যাক অফার পাওয়া যাবে বলে মঙ্গলবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিকাশ বলছে, রমজান মাসজুড়ে গ্রাহকরা বিকাশ অ্যাপে ‘আর-টু’ কুপন ব্যবহার করে মীনা বাজার, ইউনিমার্ট, ডেইলি শপিং, আগোরা, প্রিন্স বাজার, বেঙ্গল মিট, হোলসেল ক্লাব, আপন ফ্যামিলি মার্টসহ আরও বেশকিছু সুপারস্টোরে ১৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। পাশাপাশি ‘আরথ্রি’ কুপন ব্যবহার করে সুপারস্টোর চেইন স্বপ্নে বিকাশ পেমেন্ট করে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
বিকাশ অ্যাপে ‘এওয়ান’ কুপন ব্যবহার করে অ্যাপেক্সে কেনাকাটার সময় ২০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সারা লাইফস্টাইলে বিকাশ পেমেন্টে ‘এনওয়ান’ কুপন ব্যবহার করে পাওয়া যাবে ৩০০ টাকা পর্যন্ত ছাড়।
আড়ং, বাটা ও ইজি ফ্যাশনে বিকাশ পেমেন্ট করে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এর বাইরেও শতাধিক লাইফস্টাইল ব্র্যান্ডে ‘আরওয়ান’ কুপন ব্যবহার করে বিকাশ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
নির্ধারিত ফুডকোর্ট ও রেস্টুরেন্টে বিকাশ পেমেন্টে ‘এফফোর’ কুপন ব্যবহার করে মিলবে ২০০ টাকা পর্যন্ত ছাড়।
এসব ফুডকোর্ট ও রেস্টুরেন্টের তালিকায় রয়েছে সিক্রেট রেসিপি, বিএফসি, বার্গার কিং, ডমিনোজ পিজ্জা, পেয়ালা, চিফস লাউঞ্জ।
‘সিফোর’ কুপন ব্যবহার করে ২০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে টেস্টি ট্রিট, শুমি’স হট কেক, কুপার’স, ওয়েল ফুড, কিভা হান, বাও, বারকোড ক্যাফে, মিঠাই, তাবাক, নর্থ অ্যান্ডসহ বেশকিছু রেস্তোরাঁয়।
রমজান মাসে ন্যূনতম ৫৫০ টাকার কেনাকাটা করে অনলাইন মার্কেটপ্লেস দারাজ থেকে ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১০০ টাকার ডিসকাউন্ট ভাউচার পাওয়া যাবে।
নির্দিষ্ট কিছু অনলাইন শপে বিকাশ পেমেন্ট করে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ থাকবে। ক্যাশব্যাক পাওয়া যাবে ফ্যাব্রিলাইফ, এক্সট্যাসি, লোটো, ফ্রিল্যান্ড, বেশি দেশি, শেভার শপ বাংলাদেশ, বিডিশপ, সেবা.এক্সওয়াইজেড, পিকাবু, স্টার টেক, ওথবা, গরুর ঘাসসহ বেশকিছু অনলাইন শপে।
স্যামসাং-ইলেক্ট্রা, র্যাংগস ই-মার্ট, মিনিস্টার, স্টার টেক, রায়ানস, বেস্ট ইলেকট্রনিক্স, এস্কোয়ার ইলেকট্রনিক্স, ট্রান্সকম ডিজিটাল, সিঙ্গার, সনি র্যাংগসসহ বেশকিছু ইলেকট্রনিকস ব্যান্ডের পণ্য কেনার ক্ষেত্রে বিকাশ পেমেন্টে মিলবে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
ওয়ালটন প্লাজায় ন্যূনতম ১০ হাজার টাকায় কেনাকাটায় ‘ডাব্লিউওয়ান’ কুপন ব্যবহার করে বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ১০০ টাকার ক্যাশব্যাক।
পরবর্তী কেনাকাটার জন্য ১০০ টাকার ডিসকাউন্ট কুপনের সুযোগ থাকবে। অপ্পো ও শাওমি স্টোরে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটায় মিলবে ২০০ টাকা ক্যাশব্যাক।
বিকাশ পেমেন্টে ন্যূনতম ১ হাজার টাকার বাস টিকিট বুকিংয়ে ১০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। অফারটি উপভোগ করা যাবে ই-টিকেটিং প্ল্যাটফর্ম ‘যাত্রী’ এবং ‘বিডিটিকেটস’ থেকে।
শ্যামলী পরিবহন, দোয়েল এক্সপ্রেস, ইম্পেরিয়াল এক্সপ্রেস এবং লন্ডন এক্সপ্রেসের বাস টিকেট বুকিংয়েও এই অফার থাকবে।
রমজান ও ঈদের কেনাকাটার সব ক্যাম্পেইন সম্পর্কে তথ্য মিলবে নিচের লিংকে-
https://www.bkash.com/campaign/ramadan-payment-campaign-2025