সিজন-২২ চলাকালে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।
Published : 16 Mar 2025, 08:46 PM
ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ এ ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন রাজধানীর শনির আখড়ার তুষারধারা আবাসিক এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী মর্তুজা।
ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ মার্চ শনির আখড়ায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম 'ইলেক্ট্রো ভিশন' থেকে ৪৬ হাজার ৭০০ টাকা দিয়ে একটি ফ্রিজ কিনে এই অর্থ জেতেন তিনি।
রোববার দুপুরে শনির আখড়ার নয়াপাড়া এলাকায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম 'ইলেক্ট্রো ভিশন'-এ আয়োজিত অনুষ্ঠানে মর্তুজার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।
টাকা পেয়ে আলী মর্তুজা বলেন, “ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়া পাব এটা কখনো ভাবনায় ছিল না। অনেক কোম্পানি ক্রেতাকে দেয়া কথা রাখে না। ওয়ালটন সেখানে ব্যতিক্রম। সেজন্য ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।”
অন্যদের মধ্যে ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মুস্তাফিজুর রহমান এবং ইলেক্ট্রো ভিশন শোরুমের স্বত্ত্বাধিকারী কাজী বেলায়েত হোসাইন চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রোজার ঈদকে সামনে রেখে ২০ ফেব্রুয়ারি থেকে স্লোগানে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ শুরু করে ওয়ালটন, যা চলবে ঈদুল আজহা পর্যন্ত।
ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিজন-২২ চলাকালে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। এছাড়া থাকছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ।