প্রতি জেলায় দুদিন করে টিকাদান কর্মসূচি চলবে; কোন জেলায় কবে হবে, তা স্বাস্থ্য বিভাগ ঠিক করবে।
Published : 05 Jul 2023, 05:27 PM
কোভিড টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দিতে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার এই কর্মসূচি শুরু হয়েছে; ১১ জুলাই পর্যন্ত এই কর্মসূচির আওতায় একটি জেলায় যে কোনো দুদিন এই টিকা নেওয়া যাবে।
এই সময়ে ১৮ বছর বা তার বেশি বয়সের যারা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেননি, তারাও টিকা নিতে পারবেন। পাশাপাশি ৫ থেকে ১১ বছর বয়সী যেসব শিশুকে প্রথম বা দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়নি, তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে একটি জেলায় যে কোনো দুই দিন এই বিশেষ কর্মসূচি চলবে। কোন জেলায় কবে টিকা দেওয়া হবে তা জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঠিক করে নেবেন।”
টিকাদান কর্মসূচি থেকে জানানো হয়, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী সব নাগরিককে কোভিড-১৯ টিকার তৃতীয় এবং চতুর্থ ডোজ দেওয়া হবে। এরই মধ্যে যারা কমপক্ষে চার মাস আগে দ্বিতীয় বা তৃতীয় ডোজ নিয়েছেন তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী তৃতীয় বা চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে।
এ কর্মসূচি অনুযায়ী, সম্মুখসারির যোদ্ধা, ৬০ বছরের বেশি বয়সী যে কোনো ব্যক্তি, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে।
টিকা বিষয়ক তথ্যের জন্য ১৬২৬৩ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি থেকে।
গত মে মাসে ফাইজার থেকে ৩০ লাখ ডোজ টিকা এসেছে বাংলাদেশে, যা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হচ্ছে।