দুই সেমিস্টারের জন্য মনোনীত হয়েছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষার্থী।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ঢাকায় বসছে আইডিপি এডুকেশন বাংলাদেশের উচ্চ শিক্ষা মেলা।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইডিপি এডুকেশন বাংলাদেশ জানায়, আগামী বৃহস্পতিবার ঢাকার হোটেল আমারিতে এ মেলা বসবে।
সেদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছাত্র-ছাত্রীরা অন-স্পট অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে অন-স্পট অফার ইন প্রিন্সিপালও পেতে পারেন। আইডিপির মাধ্যমে আবেদন করলে স্কলারশিপ প্রাপ্তির সুবিধাও থাকছে।
এই মেলায় অংশগ্রহণের জন্য https://bangladeshidp.com/1rgZA1 লিংক থেকে রেজিস্ট্রেশন করতে হবে, অথবা অফিস চলাকালে 09666782782 নম্বরে কল করতে হবে।
আইডিপি এডুকেশন বাংলাদেশের গুলশান, ধানমণ্ডি, চট্টগ্রাম ও সিলেট অফিস প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকে।