ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল স্বাস্থ্য তথ্য বিষয়ক সম্মেলন

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও গবেষকরা এতে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2023, 02:43 PM
Updated : 2 March 2023, 02:43 PM

ঢাকার বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটিতে হয়ে গেল ‘রিজিওনাল সিম্পোজিয়াম অ্যান্ড স্ট্র্যাটেজিক সামিট ২০২৩ অন পপুলেশন হেলথ ইনফরম্যাটিকস’ শীর্ষক সম্মেলন।

বুধবার যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ও সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের গ্র্যাজুয়েট স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড হেলথ পলিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেথল জানিয়েছে, সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন  ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন অধ্যাপক সাবিনা ফয়েজ রশিদ এবং সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক গ্র্যাজুয়েট স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড হেলথ পলিসির ডিন আয়মান এল-মোহানদেস।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বাংলাদেশে স্বাস্থ্য তথ্য পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন।

সম্মেলনের বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন মেম্ফিস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথের ডিন অধ্যাপক আশিস জোশিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা।