ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাছটি কাটছে।
Published : 10 Feb 2024, 04:43 PM
ঝড়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের ডাল পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকজন।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় ওই দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামের ৪৫ বছর বয়সী ওই চালকের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইসামিন বলেন, সন্ধ্যায় বৃষ্টির আগ মুহূর্তে হঠাৎ ঝড়ে টিএসসি চত্বরে একটি গাছের উপরের অংশ ভেঙে পড়ে। তাতে নিচে থাকা বেশ কয়েকজন আহত হন।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাছটি কাটছে বলে জানান তিনি।
দুর্ঘটনার পর পথচারীরা কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ইমরান খান ফাহিম জানান, ঝড়ের সময়ে টিএসসিতে তিনি দাঁড়িয়ে ছিলেন। সে সময় টিএসসির মোড়ে গাছের বড় একটি ডাল ভেঙে পড়ে। এতে চাপা পড়েন রিকশাচালকসহ বেশ কয়েকজন।
এ ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদা বলেন, “আমি রিকশায় বসা ছিলাম, ঝড় দেখে চালককে বলি , একটু সামনে দাঁড়াই, ঝড়টা একটু কমলে যাব। এর মধ্যেই ডাল ভেঙে পড়ে। আমি পায়ে আঘাত পেয়েছি।"
শাহবাগ থানার এসআই আল মোমেন বলেন, মৃতের কাছে থেকে পাওয়া মোবাইল ফোন দিয়ে তার স্বজনদের সাথে কথা বলে জানা পরিচয় জানা গেছে।
শফিকুলের গ্রামের বাড়ি শেরপুর সদরের চক আন্দারিয়ায় বলে জানান এসআই মোমেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)