অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আমেনা খাতুন।
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি।
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান।
উপউপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও প্রধানগণসহ শিক্ষক-কর্মকর্তা সবাই উপস্থিত ছিলেন।
এরপর সবাই বঙ্গবন্ধুর ঐতিহাসিক মুহূর্তের স্থির চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে বঙ্গবন্ধুর স্থিরচিত্র প্রদর্শন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।