Published : 12 Feb 2024, 03:41 PM
ব্লাড ক্যান্সারে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার অর্থ সংগ্রহে আয়োজিত কনসার্টে গাইবেন জনপ্রিয় গায়ক তাসরিফ খান।
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে আয়োজিত কনসার্টে তাসরিফের ব্যান্ডদল ‘কুঁড়েঘর’ ছাড়াও অংশ নেবে ‘মেট্রোলাইফ’, ‘ওড সিগনেচার’, ‘প্রতিবিম্ব’, ‘চান্দেরগাড়ি’।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০০ টাকা ও বাইরের সঙ্গীতপ্রেমীরা ১৫০ টাকায় টিকেট করে কনসার্ট উপভোগ করতে পারবেন।
আয়োজকদের পক্ষে শিক্ষার্থী আল শাহরিয়ার শাওন বলেন, “জহির ভাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উনার চিকিৎসার জন্য প্রায় বিশ লাখ টাকা প্রয়োজন। এ কথা ভেবেই আমরা উদ্যোগ নিয়েছি। তাসরিফ ভাই সাড়া দিয়েছেন।”
তাসরিফ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবকিছু ঠিক থাকলে আমরা জগন্নাথের প্রোগ্রামে আসছি।”