অবরোধের সমর্থনে ঢাবিতে ছাত্রদলের মিছিল

ছাত্রদলের নেতাকর্মীদের ভাষ্য, “গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা মাঠে আছি। বিএনপি দেশ বাঁচানোর চতুর্থ ধাপের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলছে। আমরা দাবি আদায়ে সফল হব।"

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 06:33 AM
Updated : 12 Nov 2023, 06:33 AM

এক দফা দাবিতে ডাকা বিএনপির চতুর্থ দফার অবরোধের শুরুর দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঝটিকা মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মিছিল বের করা হয়।

মিছিল শেষে কাঁটাবনের ঢাল এলাকায় রাস্তায় দাঁড়িয়ে খোরশেদ আলম সোহেল সরকারের সমালোচনা করে বলেন, “এই সরকার গণমানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রকে হরণ করেছে। ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্র পরিচালনা করছে। মানুষ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

"গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা মাঠে আছি। বিএনপি দেশ বাঁচানোর চতুর্থ ধাপের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলছে। আমরা দাবি আদায়ে সফল হব।"

যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক বলেন, “ফ্যাসিজমের যাঁতাকলে পিষ্ঠ হয়ে দেশ আজ গভীর সংকটের মধ্যে পতিত হয়েছে। সেই সংকট থেকে উত্তরণের জন্য বিএনপি যে এক দফা কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছে, তা সর্বাত্মকভাবে পালনে বদ্ধপরিকর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।“

ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ‘সংগ্রাম চলবে’ বলেও ঘোষণা দেন ছাত্রদলের এই নেতা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র রায়, আমিনুল ইসলাম, মাসুম বিল্লাহ (এফ.আর হল), নাহিদুজ্জামান শিপন , সোহেল রানা, আব্দুল হান্নান তালুকদার , আব্দুর রহিম রনিসহ ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে। এরপর একে একে তিন দফায় সাত দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি ও মিত্র দল জামায়াত।

রোববার সকাল থেকে শুরু হয়েছে চতুর্থ দফার সড়ক, রেল ও নৌপথ অবরোধ, যা মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে।