ভর্তির লিখিত পরীক্ষা হবে আগামী ২৩ ডিসেম্বর।
Published : 09 Nov 2023, 06:08 PM
দেশের ১২টি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার আবেদন এবারও বিকাশে দেওয়া যাবে। আগামী ১৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করে ফি দিতে পারবেন শিক্ষার্থীরা।
ক্যাডেট কলেজগুলোর ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।
ভর্তিচ্ছু শিক্ষার্থী বা তাদের অভিভাবকরা ক্যাডেট কলেজে ভর্তির ওয়েব ঠিকানায় গিয়ে অনলাইনে ভর্তির আবেদন করে বিকাশের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা বিকাশ।
আবেদনকারীরা বিকাশ পেমেন্টের উপর শর্ত সাপেক্ষে পেতে পারেন ৫০ টাকার ক্যাশব্যাক কুপন।
এতে আরও জানানো হয়, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ পদ্ধতি এবং ফি সম্পর্কে বিস্তারিত ক্যাডেট কলেজের ওয়েবসাইটে জানা যাবে।
ফি জমা দেওয়া যাবে যেভাবে
আবেদন করতে ওয়েবসাইটের অ্যাডমিশন মেন্যুতে গিয়ে ‘অ্যাপ্লাই নাউ বা সাইন আপ’ বাটনে ক্লিক করতে হবে। পরে নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ই-মেইল, ও জন্ম তারিখ দিয়ে সাইন আপ করতে হবে।
পরের ধাপে, ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘পেমেন্ট’ অপশন থেকে বিকাশ সিলেক্ট করে নির্ধারিত ফি (২,৫০০ টাকা) পেমেন্ট করতে হবে। সফলভাবে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনকারীরা তাদের ফোনে এ সংক্রান্ত একটি এসএমএস নোটিফিকেশন পাবেন।