আগামী শনিবার ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।
Published : 25 Apr 2024, 10:35 PM
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে এবার পরীক্ষার্থী ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ বছর ‘এ’ ইউনিটে এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন, ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন এবং ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন আবেদন করেছেন।
আগামী শনিবার ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা হবে।
একই দিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বিকাল সাড়ে ৩টা থেকে হবে সাড়ে ৪টা পর্যন্ত।
শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য এক ঘণ্টা আগেই কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি জানিয়েছে, পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী বা দায়িত্বরত কেউই মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।
পরীক্ষার সময় বিশৃঙ্খলা এড়াতে ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, তাদের বিশ্ববিদ্যালয় থেকে অপেক্ষাকৃত দূরবর্তী বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। কাছের বিশ্ববিদ্যালয়গুলোতেও ২৬ এপ্রিলের মধ্যেই প্রশ্নপত্র পাঠানো হবে।
আগামী ৩ মে ‘বি’ ইউনিটে মানবিক ও ১০ মে ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে আবেদন করা শিক্ষার্থীদের পরীক্ষা হবে বেলা ১১টা-১২টা পর্যন্ত।
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফলসহ অন্যান্য তথ্য https://gstadmission.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।