৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫৫তম স্থান অর্জন করেছে শিক্ষালয়টি।
Published : 07 Nov 2024, 01:37 PM
যুক্তরাজ্যভিত্তিক কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া জরিপে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি-এনএসইউ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, র্যাংকিংয়ে ২৫টি দেশের ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫৫তম স্থান অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গত বছর অবস্থান ছিল ১৯১তম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, “এই ফলাফল পুরো নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রতিফলন।”
এ বছর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বিশ্ববিদ্যালয় এই র্যাংকিংয়ে স্থান পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।