বর্তমানে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
Published : 12 Sep 2024, 06:50 PM
বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
তিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে বেসরকারি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্যের দায়িত্বও পালন করেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩৪ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও গবেষণা রয়েছে আবদুল হান্নান চৌধুরী। কানাডার উইন্ডসর ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থ-ইস্টার্ন ইউনিভার্সিটি, কানাডার ক্যালগারি ইউনিভার্সিটি, এবং বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন।
তিনি নর্থ-ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ও অপারেশনস রিসার্চে এমএস ডিগ্রি এবং ক্যালগারি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।
এর আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসবিই) ডিন ছিলেন দুই মেয়াদে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির ‘এক্সটার্নাল রিলেশনসের’ নির্বাহি পরিচালক, বিবিএ প্রোগ্রামের পরিচালক, সিন্ডিকেট সদস্য এবং ক্যারিয়ার সার্ভিসের পরিচালক ছিলেন।