সভায় লেখক-বুদ্ধিজীবী অধ্যাপক সলিমুল্লাহ খান বক্তব্য দেন।
Published : 07 Oct 2024, 07:53 PM
বিশ্ব শিক্ষক দিবসে উপলক্ষে বেসরকারি সাউথইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা হয়েছে।
সোমবার সাউথইস্টের মাল্টিপারপাস হলে আয়োজিত সভায় লেখক-বুদ্ধিজীবী অধ্যাপক সলিমুল্লাহ খান বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্নত দেশের শিক্ষা পদ্ধতির আলোকে বাংলাদেশের শিক্ষার গুণগত মান নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন সলিমুল্লাহ খান। শিক্ষার যথাযথ উন্নয়নকে জাতির অগ্রগতির প্রধান সূচক বলে অভিহিত করেন তিনি।
সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম সভায় সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য অধ্যাপক এম. মোফাজ্জল হোসেন, বিজনেস স্টাডিজ স্কুলের ডিন অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠানে রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং সাউথইস্ট ইউনিভার্সিটির ১৯টি শিক্ষার্থী ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন।