ডাকসুর দাবিতে ছাত্র অধিকারের কর্মসূচি, বাধার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ডাকসু নির্বাচন হোক- সেটা তারাও চায় বলে দাবি ছাত্রলীগের।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 06:21 PM
Updated : 12 March 2023, 06:21 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ছাত্র অধিকার পরিষদ।

রোববার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও ছাত্রলীগের বাধার মুখে তা রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হয় বলে পরিষদের নেতাকর্মীদের দাবি।

আর ছাত্রলীগের দাবি, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ডাকসু নির্বাচন হোক সেটা তারাও চায়।

দীর্ঘ ২৮ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন হয়। এক বছর মেয়াদের এই নির্বাচনে গঠিত কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালে। এরপর আর নির্বাচনের উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসুর সর্বশেষ নির্বাচনের চার বছর পূর্তি ছিল শনিবার।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ছাত্রলীগ সংবাদ মাধ্যমের সামনে ডাকসু চায় বললেও নির্বাচনের দাবিতে ছাত্র অধিকার পরিষদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আগেই তারা সেখানে ক্রিকেট ব্যাট, স্টাম্প, লাঠি-সোঠা নিয়ে অবস্থান নেয়।

তার অভিযোগ, এরপর রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ালে সেখানে এসে বাইক দিয়ে হর্ন বাজানো, গিয়ার দিয়ে শব্দ দূষণ করা, অশ্রাব্য কটুক্তি করে স্লোগান দিয়ে কর্সমসূচি বাধাগ্রস্ত করে।

এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাদের বাধা দিইনি। ওরা যে ইস্যু নিয়ে কথা বলেছে… আমরাও ডাকসুর পক্ষে। এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না।

"ওদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটা মনঃস্তাত্ত্বিক দূরত্ব আছে। ওদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা ইসলামী এক্সিট্রিমিস্ট পলিটিকস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদীদের কোনো স্থান নেই। সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের মনঃস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে।"

ছাত্র পরিষদের কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক রাসেল আহমেদ, বিজ্ঞান সম্পাদক আখতারুজ্জামান সম্রাট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আহনাফ খান সাঈদ, যুগ্ম সম্পাদক নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন।