শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা চালু করার কথাও বলেছে বোর্ড অব ট্রাস্টিজ।
Published : 19 Aug 2024, 07:36 PM
নতুন বছরের সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চলতি সেমিস্টারের টিউশন ফি ২০ শতাংশ ও অন্যান্য ফি শতভাগ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ।
সোমবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এর ফলে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের কারণে চলতি সেমিস্টারে শিক্ষার সামগ্রিক পরিবেশ প্রভাবিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ২০২৪ সালের গ্রীষ্মকালীন সেমিস্টার থেকে শুরু করে পরবর্তীতে ইন্টার্নশিপের সঙ্গে সম্পর্কিত শিক্ষার্থীদের সব ফি পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষার্থীদের জন্য পরিবহন পরিষেবা চালু করার কথাও বলেছে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ। এছাড়া তাদের মানসিক সুস্বাস্থ্যের জন্য একটি নতুন অনলাইন (অ্যাপ ও হটলাইনের মাধ্যমে) কাউন্সেলিং প্রোগ্রাম এবং নতুন একটি অন-ক্যাম্পাস ইন-পার্সন কাউন্সেলিং প্রোগ্রাম (বাইরের অংশীদার সংস্থার মাধ্যমে) এর উদ্যোগ নেওয়া হয়েছে।”
আগামী স্প্রিং ২০২৫ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা এবং ভর্তির নতুন মানদণ্ড চালুর বিষয়েও আলোচনা চলছে। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে ধারাবাহিক মতবিনিময়ের কাঠামো এবং প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নিয়েছে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি থেকে মুক্ত থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতাকালীন নীতি বলে তুলে ধরে তা কঠোরভাবে বজায় রাখার কথা বলেছেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ।