ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদের হত্যাকারীদের রাষ্ট্রীয় আইনে বিচারসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংহতি সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আয়োজিত সমাবেশে এ হত্যকাণ্ডের তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ, হত্যাকারীদের ছবিসহ নাম প্রকাশ এবং তাদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবি জানানো হয়।
গত ৮ জানুয়ারি ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র জুবায়ের আহমেদ আহত হন। পরদিন ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহনেওয়াজ সুপ্রীমের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সচেতন শিক্ষক সমাজ’-এর আহ্বায়ক অধ্যাপক নাসিম আকতার হোসাইন, জাতীয় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, অভিনেতা হুমায়ুন ফরিদী, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না।
বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “যে মারা যায় তার বিচারের প্রয়োজন হয় না। কিন্তু যারা বেঁচে থাকে তাদের নিরাপত্তার জন্য বিচারের প্রয়োজন। তাই আমাদের নিরাপত্তার জন্য জুবায়ের হত্যার বিচার হওয়াটা অত্যন্ত জরুরি।”
সমাবেশে আগামী সোমবারের মধ্যে চার দফা দাবি বাস্তবায়নের সময় বেঁধে দেওয়া হয়। দাবি পুরণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/২০১৭ ঘ.