ঢাকা অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী ১৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
২৩১০টি আসনের বিপরীতে অতিরিক্ত ৪০০টি নাম অপেক্ষমান তালিকায় রয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় ১০জন ও উপজাতীয় কোটায় ৮জনকে ভর্তি তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক খন্দকার মোঃ সিফায়েতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দুদিনের মাথায় রবিবার বিকালে ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৩১০ আসন ছাড়াও ৪০০জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।"
তিনি জানান, ফলা মোবাইল মেসেজ ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৯ অক্টোবরের মধ্যে ভর্তি হতে হবে। যে কলেজে পরীক্ষা দিয়েছেন, ভর্তির ব্যাপারে সেখানে যোগাযোগ করতে হবে। জানুয়ারী ২০১০ থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
মোবাইলে ডিজিএইচএস লিখে, স্পেস দিয়ে কলেজ কোড ও রেজিস্ট্রেশন নাম্বার লিখে ২৭৭৭ নাম্বারে এসএমএস করলে ফল জানা যাবে। এছাড়া ইন্টারনেটে ঠিকানায় http://www.dghs.gov.bd/App_Pages/Client/MedicalResult.aspx প্রবেশ করেও ফলাফল জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/জিএমএ/এসকে/১৯৩৫ঘ.